Sunday, May 19, 2024
More

    সর্বশেষ

    মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো ই৭ প্লাস’

    বাংলাদেশি ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ই’ সিরিজের বাজেট স্মার্টফোন ‘‘মটো ই৭ প্লাস’’ বাজারে আনলো মটোরোলা। দেশের বাজারে ফোনটি মিষ্টি ব্লু রংয়ে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য ১৪ হাজার ৯৯৯ টাকা।

    ফোনটিতে সুপার রেসপনসিভ ও আধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের স্লো বা ধীরগতির হতে দেবে না। অ্যামেজিং নাইট ভিশন ফিচারসহ কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, দুই দিনের ব্যাকআপ নিশ্চয়তার জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফার্স্ট চাজিং সুবিধা এবং ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি প্লাস​ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

    ফোনটি চলবে আপডেট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।  এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি বিল্ট-ইন-স্টোরেজ ব্যবহার করা হয়েছে।  তবে ক্রেতারা ফোনটির স্টোরেজ হিসেবে ৫১২ জিবি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ফোনটিতে ফেস শনাক্তকরণ ও ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহার করে ‍মুহূর্তের মধ্যে ফোন আনলক করা যাবে। এটাতে কোনও পাসওয়ার্ডের ঝামেলা থাকবে না।  ফোনের পেছনে লোগোর মধ্যেই ফিঙ্গারপ্রিন্টের সেন্সর ব্যবহার করা হয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.