Saturday, April 20, 2024
More

    সর্বশেষ

    টয়োটার প্রায় তিন লাখ গ্রাহকের তথ্য ফাঁস!

    প্রচারণা ডটকম : নিজেদের টি-কানেক্ট সেবার প্রায় দুই লাখ ৯৬ হাজার গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করছে টয়োটা মোটর কর্পোরেশন। শুক্রবার টয়োটার পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

    গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, একটি নেটওয়ার্কের মাধ্যমে গাড়িসমূহকে সংযুক্ত করার টেলিমেটিক সেবা টি-কানেক্ট। এই সেবার ব্যবহারকারীদের দুই লাখ ৯৬ হাজার ১৯টি ইমেইল অ্যাড্রেস ও গ্রাহক নাম্বার ফাঁস হতে পারে।

    মূলত, ২০১৭ সালের জুলাই থেকে বর্তমান পর্যন্ত যেসব গ্রাহক সেবাটির ওয়েবসাইট থেকে ইমেইলের মাধ্যমে লগইন করেছেন তারা আক্রান্ত হয়েছেন।

    টয়োটা জানিয়েছে, যদিও সম্ভাবনা নেই তারপরেও গ্রাহকদের স্পর্ষকাতর ব্যক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার অথবা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হতে পারে।

    জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, টি-কানেক্ট ওয়েবসাইট প্রস্তুতকারক প্রতিষ্ঠান দুর্ঘটনাবশত এই ওয়েবসাইটের সোর্সকোড ২০১৭ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাবলিক সেটিংসে আপলোড করে রেখেছিলো। আর এখান থেকে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা দেখতে টয়োটা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.