Wednesday, October 2, 2024
More

    সর্বশেষ

    রানির শোকে ধূসর গুগল ডুডল

    প্রচারণা ডটকম : গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম সময় রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তাদের লোগোটি ধূসর রঙে বদলে দিয়েছে।

    সার্চ ইঞ্জিন সংস্থার প্রধান সুন্দর পিচাই তার ‘অটল নেতৃত্ব এবং জনসেবা’ সম্পর্কে টুইট করেছেন যে ‘আমাদের অনেকের জীবনের বহুদিন অবিচল ছিল’। এই কাজ বিশ্বজুড়ে অগণিত শ্রদ্ধার মধ্যে একটি মাত্র। সংবাদপত্রগুলো রানিকে ‘একত্রীকরণকারী শক্তি’ হিসাবে বর্ণনা করেছে যা কয়েক দশকের দ্রুত পরিবর্তনশিল সময়ে স্থিতিশীলতার প্রতীক।

    গুগলের রঙিন লোগোটি ধূসর রঙের হয়ে গিয়েছে। এই রঙ দেখে বহু ব্যবহারকারী বিভ্রান্ত হয়েছেন যে কেন ডিজাইনটির রঙ হঠাৎ এইরকম হয়ে গিয়েছে। এর পাশাপাশি লোগোটির উপর ক্লিক করা যাচ্ছেনা বলেও জানানো হয়েছে। যদি কোনও ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের হোম পেজে গুগল লোগোর উপর কার্সর নিয়ে আসেন, তাহলে তারা ‘Queen Elizabeth II 1926-2022’ পপ আপ দেখতে পাবেন তাদের স্ক্রিনে।

    গুগল ডুডল, এর লোগো বিভিন্ন সময়ে বদল করা হয়। এই পরিবর্তিত সংস্করণ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা হয়। এই প্রতিটি ক্ষেত্রে, ব্যবহারকারীরা ডুডলটিতে ক্লিক করতে পারেন। এই ডুডল ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং তাদের কৃতিত্বকে সম্মান করে। পাশাপাশি, এটি মাইলফলক, মৃত্যুর তারিখ এবং ঐতিহাসিক আবিষ্কারের তারিখগুলোকেও স্মরণ করে।

    স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ৯৬ বছর বয়সে মৃত্যু হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। তাকে শ্রদ্ধা জানাতে গুগল তার লোগোর রঙ ধূসর রঙে বদল করেছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.