Thursday, May 9, 2024
More

    সর্বশেষ

    চীনের লকডাউনে বেকায়দায় অ্যাপল

    বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় ফের লকডাউন ঘোষণা করেছে চীন প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। কয়েক দিন ধরেই চিনের ঝেংঝো প্রদেশে আইফোন উৎপাদনকারী ফক্সকনের কারখানা থেকে লকডাউনের ভয়ে পালাতে শুরু করেছিলেন কর্মীরা। এবার প্রশাসনের তরফে কোভিড টেস্ট অথবা চিকিৎসার প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    গত সপ্তাহেই বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা থেকে কর্মীদের পালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। তাইওয়ানের সংস্থা ফক্সকন এই কারখানা পরিচালনার দায়িত্বে রয়েছে। সেখান থেকে কয়েক হাজার কর্মী লকডাউনের ভয়ে ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছিলো।

    কারখানা ছাড়ার পরে অনলাইনে কিছু কর্মী কারখানায় খারাপ অবস্থার কথা জানিয়েছেন। কেউ কেউ পায়ে হেঁটেই বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।

    করোনাভাইরাস সংক্রমণ রুখতে এখনও কোন রকম আপোষ করতে নারাজ চীন সরকার। এই কারণেই যে কোন অঞ্চল থেকে সংক্রমণের খবর এলেই শুরু হচ্ছে লকডাউন। একই সঙ্গে দ্রুত সকলের করোনা পরীক্ষা করে সংক্রমণ নির্ণয় শুরু করছে সেই দেশের প্রশাসন।

    আপাতত ৭ দিনের লকডাউন ঘোষণা করে হয়েছে। ইতিমধ্যেই ঝেংঝো প্রশাসনের তরফে সকলকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত গাড়ি ও আপৎকালীন ডেলিভারির সঙ্গে যুক্তরা রাস্তায় নামতে পারবেন।

    এই জেলায় ৬ লাখের বেশি বাসিন্দা রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের নিয়মিত কোভিড টেস্টের ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন জানিয়েছে কোন রকম নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

    সামনেই উৎসবের মরশুম শুরু হচ্ছে পশ্চিম দুনিয়ার দেশগুলিতে। প্রতি বছর ক্রিসমাস, নিউ ইয়ারের আগে আইফোন বিক্রি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এই অবস্থায় বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় লকডাউন কোম্পানির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল লকডাউন শুরু হলে আইফোন উৎপাদন ৩০ শতাংশ কমতে পারে। চাহিদা তুঙ্গে থাকার কারণে সমস্যায় পড়তে হতে পারে ক্রেতাদের।

    এদিকে, কর্মীদের বোনাস চারগুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। আইফোন উৎপাদনে চীনের ঝেংঝু কারখানার কর্মীদের ধরে রাখতে ও তাদের করোনাকালীন অসন্তোষ দূর করতে এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

    এক বিবৃতিতে ফক্সকন জানায়, যারা ঝেংঝু প্ল্যান্টে স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরির কাজ করছে, নভেম্বরের এক দিনে তাদের বোনাস ১০০ ইয়ান থেকে ৪০০ ইয়ান (৫৫ ডলার) বাড়ানো হয়েছে।

    উল্লেখ্য, চীনে ঘন ঘন লকডাউনের কারণে সেই দেশ থেকে ধীরে ধীরে উৎপাদন অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে অ্যাপল। এই কারণে ভিয়েতনাম ছাড়াও ভারতে উৎপাদন ক্ষমতা ও সাপ্লাই চেনে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফক্সকন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.