Thursday, October 3, 2024
More

    সর্বশেষ

    ২০২০ এর প্রথম প্রান্তিকে সেরা স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

    বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সাাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে স্যামসাং। সর্বাধিক বিক্রিত ছয়টি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চারটিই স্যামসাংয়ের। আর, ২০২০ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে এক নম্বরে রয়েছে গ্যালাক্সি এ৫১।

    স্যামসাং গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি ৬০ লাখ ইউনিট রপ্তানির মাধ্যমে শীর্ষস্থান দখল করেছে, যা প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে অ্যান্ড্রয়েড ফোন বিক্রির ২.৩ শতাংশ। বিশ্বজুড়ে গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি বেশ জনপ্রিয়। বিশেষ করে ইউরোপ ও এশিয়ায় ডিভাইসটির জনপ্রিয়তা বেশি। গ্যালাক্সি এ৫১ ডিভাইসটির সাফল্যের পেছনে রয়েছে এর আকর্ষণীয় ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারির দুর্দান্ত সমন্বয়।

    শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি এ তালিকার শীর্ষেই উঠে আসেনি; ২০২০ সালের প্রথম প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষ ছয়টির মধ্যে চারটিই স্যামসাংয়ের। শীর্ষ ছয়ে থাকা একমাত্র প্রিমিয়াম মডেলের ডিভাইস গ্যালাক্সি এস২০ প্লাস, যা ১.৭ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সকল শ্রেণির ক্রেতাদের স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, সাশ্রয়ী দামের গ্যালাক্সি এ১০এস ও গ্যালাক্সি এ২০এস সফল হয়েছে। এ দু‘টি ডিভাইস ইতিমধ্যেই বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। 

    বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা, ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্সের বাজেট ও মিড রেঞ্জের ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের বাজারে আধিপত্য বজায় রেখেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এ সিরিজ ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, তাই গত বছর সর্বাধিক বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকার তিনটি শীর্ষ স্থান দখল করে গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে স্মার্টফোন বিক্রির পরিামাণ কমে গেলেও স্যামসাং এ বছর তাদের সাফল্যের ধারা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।  

    এ প্রসঙ্গে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সহযোগী পরিচালক জুহা উইনটার বলেন, ‘মোবাইল অপারেটরা তাদের সাবসিডিয়ারির পরিমাণ কমিয়ে দিয়েছে এবং অনেক দেশই করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত। এমন অবস্থায় বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে স্মার্টফোনের মূল্যের বিষয়টি স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে এবং তারা তাদের বাজেটের মধ্যে সেরা অ্যান্ড্রয়েড ফোন কেনার চেষ্টা করবে’।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.