Monday, October 7, 2024
More

    সর্বশেষ

    স্যামসাং আনছে বিশ্বের প্রথম ৫জি ট্যাব

    বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন, গ্যালাক্সি স্মার্টওয়াচ এবং তারবিহীন ব্লুটুথ এয়ারবাডসের পাশাপাশি এবার এনেছে বিশ্বের প্রথম ৫জি ট্যাবলেট। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এবং গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস মডেলের দুটি হাই-অ্যান্ড ট্যাবলেট এনেছে। নুতন দুটি ট্যাবলেটে ৫জি গতির ইন্টারনেট সংযোগ নিতে সক্ষম।

    মডেল দুটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে এস পেন রয়েছে। এর মাধ্যমে স্ক্রিনে নিজের সৃষ্টিশীলতা দেখাতে পারবেন। রয়েছে বুক কভার কিবোর্ড অ্যাকসেসরি। ফাংশন কি-তে শর্টকার্টও রয়েছে। গেমাররা ৫জি কানেকটিভির মজা পাবেন। এনিমেশনের জন্য রয়েছে দ্রুতগতির ১২০ হার্টজের রিফ্রেশ। এতে রয়েছে ব্লুটুথ কন্ট্রোলার যা আলাদাভাবে কিনতে হবে।

    গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাসে রয়েছে ১২.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। রেজ্যুলেশন ১৭৫২x২৮০০। গ্যালাক্সি ট্যাব এস৭-এ থাকছে ১১ ইঞ্চি এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মোবাইল প্লাটফর্ম। এর স্পিকার ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ড দেবে। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা – একটি ১৩ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং অপরটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

    গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাসে থাকছে ১০০৯০এমএএইচ ব্যাটারি। এটি ১৪ ঘণ্টা ভিডিও চালাতে সক্ষম। গ্যালাক্সি ট্যাব এস৭-এ থাকছে ৮০০০এমএএইচ ব্যাটারি। এটি ১৫ ঘণ্টা ভিডিও চালানো সম্ভব। ৪৫ ওয়াটের দ্রুতগতির চার্জ দেয়া যায়। গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাই স্টোরেজের। গ্যালাক্সি ট্যাব এস৭ ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজের। উভয় মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.