Monday, October 7, 2024
More

    সর্বশেষ

    বাজারে পাওয়ার ইউজারদের এসএসডি

    পাওয়ার ইউজারদের জন্য সাটা হার্ডডিস্কের তুলনায় অন্তত সাড়ে ৬ গুণ বেশি গতিপূর্ণ এসএসডি ড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে টেক রিপাবলিক। লেক্সার প্রফেশনাল সিরিজের এই সলিড স্টেট ড্রাইভটির মডেল নাম এনএম৭০০ এম.২। এটি ২২৮০ পিসিআইই ৩*৪ প্রজন্মের। ড্রাইভটির রিডিং গতি সেকেন্ডে ৩৫০০ এমবি এবং রাইটিং গতি সেকেন্ডে ২০০০ এমবি। এতে ব্যবহৃত হয়েছে থ্রিডি ন্যান্ড প্রযুক্তি।ড্রাইভটির প্রকৌশল কাঠামোতে কোনো মুভিং পার্টস ব্যবহৃত না হওয়ায় এতে শক ও ভাইব্রেশন হওয়ার কোনো সুযোগ নেই। ফলে একদম শব্দহীন। ৫১২ জিবি ধারণ ক্ষমতার এই এসএসডিটির দাম ১২ হাজার টাকা। ডিভাইসটিতে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে টেক রিপাবলিক।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.