Sunday, October 6, 2024
More

    সর্বশেষ

    পিএনওয়াই পোর্টেবল এসএসডি

    বিশ্বখ্যাত পিএনওয়াইয়ের পোর্টেবল সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। বর্তমান সময়ে প্রযুক্তি প্রেমী ব্যবহারকারিরা উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভাইসকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন যাতে কম সময়ে বেশি ডাটা প্রসেস করা যায়।কমপিউটার চালু এবং বন্ধের ক্ষেত্রেও দ্রুততম সলিউশন চেয়ে থাকেন ব্যবহারকারিরা। আর এক্ষেত্রে পিএনওয়াই এসএসডি যেকোন পোর্টেবল হার্ডডিস্কের তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে।

    এটি পোর্টেবল হার্ডডিস্কের তুলনায় ২০ গুন বেশি গতিসম্পন্ন। ডেক্সটপ কিংবা ল্যাপটপ উভয় ক্ষেত্রেই এটি ব্যবহারযোগ্য। এই সলিড স্টেট ড্রাইভটিতে রয়েছে ১ম প্রজন্মের এলিট ইউএসবি ৩.১। ফলে এটি ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ উভয়কেই সমর্থন করবে। উচ্চ গতিসম্পন্ন এ পণ্যটির রিডিং স্পীড ৪৩০এমবি/সেকেন্ড এবং রাইটিং স্পীড ৪০০এমবি/সেকেন্ড। এটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজের উপযুক্ত। পন্যটি টেকসই করতে এতে আল্ট্রা-কমপ্যাক্ট অ্যালুমিনিয়াম হাউজিং ব্যবহার করা হয়েছে। ২৪০ গিগাবাইট এবং ৪৮০ গিগাবাইট ধারণক্ষমতার এসএসডি বাজারে পাওয়া যাচ্ছে। পণ্যগুলো ক্রয়ে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত:০১৭৩০৩১৭৭৮৭।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.