Friday, September 13, 2024
More

    সর্বশেষ

    পিএনওয়াই নিয়ে এলো নতুন র‌্যাম

    ডেস্কটপ পিসির জন্য পিএনওয়াই দেশের বাজারে নিয়ে এলো ডিডিআর৪ গেমিং এক্সএলআর৮ সিরিজের দুইটি ভিন্ন মডেলের র‍্যাম। মডেলগুলো হল এক্সএলআর৮ ডিডিআর৪ এবং এক্সএলআর৮ গেমিং ইপিক-এক্স আরজিবি। মূলত গেমিংয়ের জন্য এই র‍্যামগুলো খুবই উপযোগী। এতে ব্যাবহার করা হয়েছে প্রি-অ্যাপ্লায়েড হিট সিঙ্ক সেই সঙ্গে কালারফুল আরজিবি এলইডি। র‍্যামগুলোর ক্লক স্পীড ৩২০০ মেগাহার্টজ, যার ফলে কমপিউটারের সকল কাজগুলো বিচ্যুতি ছাড়া দ্রুত ভাবে সম্পন্ন হয়। গেমাররা চাইলে তাদের সুবিধামত ওভার ক্লকিং করতে পারবে। র‍্যাম দুটির ক্যাশ লাটেঞ্চি ১৬.০। র‌্যামগুলো সকল এক্সএমপি চিপসেটে সমর্থন করবে। দুটো মডেলেই থাকছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.