টিভি২৪ ডেস্ক: : দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্ভর ডেইরি ব্র্যান্ড গোয়ালা’র সঙ্গে দেশের তৃতীয় শীর্ষ পেমেন্ট গেটওয়ে আমার পে’র একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি রাজধানীর উত্তরায় আমার পে অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তিটি সই করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। চুক্তি অনুসারে আমার পে তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎসবে গোয়ালার বিভিন্ন ধরনের ডেইরি পণ্য সামগ্রী নেবে এবং উপহার দেবে।
এছাড়াও সফট টেক ইনোভেশন লিমিটেড বা আমার পে’র সব কর্মীরা এখন থেকে গোয়ালার যে কোনো পণ্যে ১০ শতাংশ স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোয়ালার ডিরেক্টর মেহেদি হাসান সাগর, রুবায়েত হোসেন, আমার পে’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার এ এম ইশতিয়াক সারওয়ারসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।