প্রিজম ইআরপি সেবা নিচ্ছে রাজা মেটাল

0
77

ডিভাইন আইটির প্রিজম ইআরপি সেবা নিচ্ছে রাজা মেটাল। বেসিস সফ্টএক্সপোতে রাজা মেটাল ইন্ডাস্ট্রি ও ডিভাইন আইটির মধ্যে চুক্তি সাক্ষর করেন। 

মেলায় বিটুবি ম্যাচমেকিং, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান গুলো বেসিস কমিটির তত্ত্বাবধানে সঠিক ও মানসম্পন্ন আইটি কোম্পানির প্রোডাক্ট দেখে নিতে পারে। ৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১০টি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। বিটুবি সেশনটি তত্ত্বাবধান করেন বেসিস মেম্বার কোম্পানি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের কর্ণধার রাশেদ কামাল।
ব্যবসায়ীদের স্হানীয় সফটওয়্যার পণ্যে উদ্ভূদ্ধ করার জন্য বেসিস মেম্বারদের মাধ্যমে ২০% ছাড় ও ডিজিটাল রেডিনেস পুরস্কারের ব্যবস্থা করে।

রাজা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম রাজা ও ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

টেকিইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে