বিদ্যুৎ সুপরিবাহী গ্রাফাইট

0
6521

 

গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ (Allotrope) ও কার্বনের পারমাণবিক সংখ্যা ( Atomic Number) ৬। অর্থাৎ, এর ইলেকট্রন বিন্যাস ( Electronic Configuration) ২,৪।

কার্বনের শেষ কক্ষপথে ৪টি যোজ্যতা ইলেকট্রন আছে। যোজ্যতা ইলেকট্রন ( Valence Electron) হচ্ছে যা একটি পরমাণুর সাথে সংযুক্ত হয়ে রাসায়নিক বন্ধন সৃষ্টিতে সাহায্য করে।

             

 

গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণুর চারটি যোজ্যতা ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন তিনটি কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হয়ে বন্ধন সৃষ্টি করে। অর্থাৎ, অপর একটি যোজ্যতা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে।

এই মুক্ত ইলেকট্রনের জন্য গ্রাফাইট এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গ্রাফাইটই একমাত্র অধাতু যা বিদ্যুৎ সুপরিবাহী। 

 

গ্রাফাইটের ব্যবহার :

  • পেন্সিল তৈরিতে 
  • লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুতিতে
  • তড়িৎ মোটর তৈরিতে
  • ঝালাই দণ্ড ( Welding Tube) প্রস্তুতিতে 

 

 

                                       

                                                                  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে