Sunday, October 6, 2024
More

    সর্বশেষ

    স্যামসাং গ্যালাক্সি এ৩১ এ মাল্টিমিডিয়া অভিজ্ঞতার সমন্বয়

    টেকভিশন ডেক্স: তরুণ প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনা করে গ্যালাক্সি জে সিরিজ থেকে বেরিয়ে বাজারে গ্যালাক্সি এ সিরিজ উন্মোচন করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে অবমুক্ত হওয়ার পর সাশ্রয়ী দামের চমৎকার ডিজাইনের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সহজেই জনপ্রিয় হয় স্মার্টফোন প্রেমীদের মধ্যে। নতুন প্রজন্মের চাহিদা পূরণে আকর্ষণীয় ডিজাইন, উদ্ভাবনী ফিচার ও শক্তিশালী পারফরমেন্স এ জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে কাজ করে। 

    একনজরে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ:  

    • ২০১৯ সালে স্যামসাং বাজারে অবমুক্ত করে গ্যালাক্সি এ১০, এ২০, এ৩০, এ৩০এস, এ৫০, এ৫০এস, এ৭০, এ৮০ ও এ২কোর ডিভাইসগুলো।
    • চলতি বছর স্যামসাং বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এ সিরিজের দু’টি ডিভাইস – গ্যালাক্সি এ৫১ ও গ্যালাক্সি এ৭১।
    • স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্যমতে, ২০২০ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নেয় স্যামসাং গ্যালাক্সি এ৫১।
    • গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলোর ক্যামেরায় বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুপার স্লো-মো ও হাইপারল্যাপস ভিডিও ক্যাপচারের মতো ফিচারগুলো। 
    • গ্যালাক্সি এ সিরিজে রয়েছে আল্ট্রা-ওয়াইড লেন্সের ক্যামেরা, যা দিয়ে অনায়াসে ওয়াইড ছবি ও ভিডিও ক্যাপচার যায়।
    • এছাড়াও, ডিভাইসগুলোতে সুপারঅ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দ্রুতগতিতে চার্জ দেয়ার জন্য টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে।

    রোমাঞ্চকর মুহূর্তকে যারা ক্যামেরাবন্দি করতে যারা ভালোবাসেন কিংবা সমাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের প্রতিদিনের কর্মকাণ্ড বন্ধুদের সাথে ভাগাভাগি করতে চান তাদের পছন্দের শীর্ষে রয়েছে এ সিরিজের ডিভাইসগুল। গ্যালাক্সি এ৩০ ও এ৩০এস ডিভাইসের পূর্বসূরি হিসেবে স্যামসাং সম্প্রতি পিকাবুতে গ্যালাক্সি সিরিজের নতুন ডিভাইস গ্যালাক্সি এ৩১ উন্মোচন করেছে।

    হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি

    সম্প্রতি, অবমুক্ত হওয়া গ্যালাক্সি এ৩১ ডিভাইসটিতে হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে ৮ মেগাপিক্সেলের ডেডিকেটেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ৫ মেগাপিক্সলের ম্যাক্রো সেন্সর। ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে লাইভ ফোকাস, প্রো মোড, নাইট, ফুড, সুপার স্লো-মো মোড এবং সিন অপ্টিমাইজার সহ নানান ফিচার।

    স্মুদ পারফরমেন্স

    ক্রেতাদের ফোন ব্যবহারের অভিজ্ঞতায় বিশেষ মাত্রা যোগ করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, সাথে দ্রুতগতির চার্জের জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরসহ গেম বুস্টার (ডিভাইসটিতে এআই ভিত্তিক গেম বুস্টার থাকার কারণে ব্যবহারকারীর গেমিং অভিজ্ঞতা হবে অসাধারণ)। ৬ জিবি রমের এ ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ওএস হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই ২। 

    মাল্টিমিডিয়া অভিজ্ঞতা

    স্যামসাং গ্যালাক্সি এ৩১ এর আকর্ষণীয় ডিজাইন সহজেই ক্রেতাদের নজর কেড়ে নিবে। ব্যবহারকারীর ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করবে ফোনটির ৬.৪ ইঞ্চির এফএইচডি+ এসঅ্যামোলেড ডিসপ্লে, সাথে ডলবি অ্যাটমস সাউন্ড। আরও দ্রুত ও সহজে ফোন আনলক করতে ডিভাইসটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

    স্মার্টফোনের নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্রে স্যামসাং অগ্রণী ভূমিকা রাখছে। ক্রেতাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিষ্ঠানটি সচেষ্ট। সম্প্রতি, দেশের বাজারে অবমুক্ত হওয়া গ্যালাক্সি এ৩১ স্মার্ট ডিভাইসটিও এর পূর্বসূরী ডিভাইগুলোর মতো সাশ্রয়ী দামের মধ্যে চমৎকার নকশাসমৃদ্ধ ডিভাইসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।   

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.