সানডিস্ক এর ১২৮ জিবি মোবাইল ডিস্ক ড্রাইভ

0
86

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এল সানডিস্ক বাজারে নিয়ে এলো ১২৮ জিবি স্টোরেজের মোবাইল ডিস্ক ড্রাইভ।

সিজেড৬০০ মডেল এর এই মোবাইল ডিস্কটি দেখতে স্টাইলিশ, পোর্টেবল, কমপ্যাক্ট সাইজ যার কারনে এটি অনেক হালকা। তাই সহজেই পকেটের এক কোনে রেখে বহন করা যায়। ১২৮ জিবি স্টোরেজের এই আল্ট্রা ইউএসবি ৩.০ পেনড্রাইভের ডাটা রিড স্পীড ১৩০ এমবিএস। যার ফলে খুব কম সময়ে এবং অনেক দ্রুত গতিতে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়।

এছাড়া এটি ইউএসবি ২.০ এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই মোবাইল ডিস্ক এ নিরাপত্তার জন্য সফটওয়্যার হিসেবে আছে রেসকিউ প্রো এবং সিকিউর এ্যাকসেস। ৫ বছর বিক্রয় পরবর্তী সেবা সহ প্রোডাক্টটির খুচরা মূল্য ১৮০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩৫৪৮০১।

টেকইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে