বাজারে পাওয়ার ইউজারদের এসএসডি

0
94

পাওয়ার ইউজারদের জন্য সাটা হার্ডডিস্কের তুলনায় অন্তত সাড়ে ৬ গুণ বেশি গতিপূর্ণ এসএসডি ড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে টেক রিপাবলিক। লেক্সার প্রফেশনাল সিরিজের এই সলিড স্টেট ড্রাইভটির মডেল নাম এনএম৭০০ এম.২। এটি ২২৮০ পিসিআইই ৩x৪ প্রজন্মের।

ড্রাইভটির রিডিং গতি সেকেন্ডে ৩৫০০ এমবি এবং রাইটিং গতি সেকেন্ডে ২০০০ এমবি। এতে ব্যবহৃত হয়েছে থ্রিডি ন্যান্ড প্রযুক্তি।

ড্রাইভটির প্রকৌশল কাঠামোতে কোনো মুভিং পার্টস ব্যবহৃত না হওয়ায় এতে শক ও ভাইব্রেশন হওয়ার কোনো সুযোগ নেই। ফলে একদম শব্দহীন।

৫১২ জিবি ধারণ ক্ষমতার এই এসএসডিটির দাম ১২ হাজার টাকা। ডিভাইসটিতে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে টেক রিপাবলিক।

টেকইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে