চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের যাত্রার ১৮ বছর পেরিয়েছে। আর এই বিষয়টিকে উদযাপন করতে ‘অপো গ্লোবাল কমিউনিটি’ চালু করেছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা।
অপো গ্লোবাল কমিউনিটি একটি স্বতন্ত্র এবং উন্মুক্ত ইকোসিস্টেম হিসেবে সকল অপো গ্রাহক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সহজেই অপো এবং অন্যান্যদের সাথে তথ্য আদান-প্রদান, সম্পৃক্ততা এবং প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ থাকছে।
এছাড়া এই কমিউনিটি অপোর বিভিন্ন অনুষ্ঠান যেমন অপো প্রোডাক্ট অ্যাম্বেসেডর প্রোগ্রাম, ও-চ্যাট ওপেন ফোরাম, অপো লাইফসেটার ইত্যাদির হাব হিসেবে কাজ করবে।
অপো গ্লোবাল কমিউনিটি চালুর পাশাপাশি ১৮তম বার্ষিকী উপলক্ষে কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে বিশ্বে অন্তত আড়াই হাজার সার্ভিস সাইট পরিচালনা করছে অপো। প্রতিমাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে অপো সার্ভিস ডে’র অংশ হিসেবে ২৪টি দেশে নয় শতাধিক সার্ভিস সেন্টারে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করা হবে।