প্রচারণা ডটকম : আবারও বাড়লো জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। গত শনিবার দিনশেষে ২.৩ শতাংশ বেড়ে বিটকয়েনের দাম ২৩ হাজার ১৯৯ ডলারে উন্নীত হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫২১ ডলার বেশি। খবর রয়টার্স।
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ এবং সুপরিচিত ক্রিপ্টোকারেন্সি। চলতি বছরের ১ জানুয়ারি বর্তমানে দামের তুলনায় প্রায় ৪০.৬ শতাংশ কম ছিলো, যা বছরের সর্বনিন্ম। সেই সময়ে প্রতি বিটকয়েনের মূল্য ছিলো ১৬ হাজার ৪৯৬ ডলার।
এদিকে ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত কয়েন ‘ইথার’ এর দাম গত শনিবার দিনশেষে ০.৫৮ শতাংশ বেড়ে ১৬৬৮.১ ডলারের উন্নীত হয়। এটি আগের দিনের তুলনায় ৯.৭ ডলার বেশি।