Monday, May 20, 2024
More

    সর্বশেষ

    আকাশে উড়বে ইউনাইটেড এয়ারলাইন্সের ৫০০ গাড়ি

    ফ্লাইং ট্যাক্সি বা উড়ুক্কু গাড়ির ব্যবসায়ের দিকে ঝুঁকছে বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। এই লক্ষে শুধুমাত্র এভ এয়ার মোবিলিটিতে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ নয়, পাশাপাশি ২০০ ফ্লাইং ট্যাক্সি কেনার কার্যাদেশ দিয়েছে সংস্থাটি। এছাড়া আরও ২০০টি ফ্লাইং ট্যাক্সি কেনার পরিকল্পনা হাতে রয়েছে। সর্বোচ্চ ৫০০ ফ্লাইং ট্যাক্সি কিনতে পারে ইউনাইটেড এয়ারলাইন্স। খবর এনগ্যাজেট।

    ইউনাইটেড এয়ারলাইন্স প্রত্যাশা করছে, ২০২৬ সাল নাগাদ এভের চার সিটের ইলেকট্রিক ভার্টিকাল টেক অব এবং অ্যান্ড ল্যান্ডি ভেহিকল (এভিটিওএল) সরবরাহ পেতে শুরু করবে।

    সংস্থাটি জানায়, আরবান এয়ার মোবিলিটি মার্কেটের উপর আস্থা এবং এমব্রেয়ারের সাথে এভের সম্পর্কের উপর ভিত্তি করে কোম্পানিটি বিনিয়োগ করছে। এমব্রেয়ার একটি পরীক্ষিত এয়ারক্রাফট প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তাদের এ বিষয়ে ৫৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। এমব্রেয়ার এর আগে উবারের সাথে ফ্লাইং ট্যাক্সি প্রকল্প নিয়ে কাজ করেছে, যদিও পরবর্তীতে সেটি ভেস্তে যায়।

    ফ্লাইং ট্যাক্সিতে বিনিয়োগ এবারই প্রথম নয়। গতমাসে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আরেকটি কোম্পানি থেকে ১০০ ফ্লাইং ট্যাক্সি কিনতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ইউনাইটেড।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.