Monday, April 7, 2025

সর্বশেষ

বাই নাও এর সঙ্গে পেপারফ্লাই’র চুক্তি

ক.বি.ডেস্ক: দেশীয় ই-কমার্সের জগতের সর্ববৃহত প্রযুক্তিনির্ভর লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই চুক্তিবদ্ধ হল ‘বাই নাও’ এর সঙ্গে। এখন থেকে পেপারফ্লাই এককভাবে ‘বাই নাও’ এর আওতাধীন আসন্ন ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য মার্চেন্টদের ডোরস্টেপ ডেলিভারি সেবা প্রদান করবে।

‘বাই নাও’ এফ-কমার্সের ক্ষেত্রে একটি ওয়ান-স্টপ ডিজিটাল সলিউশন এবং পেমেন্ট ফ্যাসিলিটেটর যা সরকারী মালিকানাধীন সমন্বিত ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ এর এসএমই চ্যানেল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য যে, ‘বাই নাও’ এর আর্থিক লেনদেনের বিষয়টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর সুরক্ষিত ব্যাংকিং সলিউশন্সেনর সাপোর্টযুক্ত। বাই নাও ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটি সম্পূর্ণ পেমেন্ট সলিউশন ট্র্যাকিং সিস্টেমের সুবিধা দিতে পারে।

চুক্তিতে সাক্ষর করেন বাই নাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা ইসলাম তুষ্টি এবং পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট (সেলস) মেসবাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাই নাও এর চিফ অপারেটিং অফিসার ইয়াসের আরাফাত।

পেপারফ্লাই সারা দেশব্যাপী ২৪-৪৮ ঘন্টায় অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ডোরস্টেপ ডেলিভারি সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে ২৫ টি জেলায় ২৪ ঘন্টার মধ্যেই ডেলিভারি দেয়া হচ্ছে। একেবারে সূচনালগ্ন হতে পেপারফ্লাই এ পর্যন্ত সারা দেশে ১০ মিলিয়নের মত সফল ডেলিভারি সম্পন্ন করেছে। এই ডেলিভারিসমূহ শুধুমাত্র প্রধান শহর বা গ্রামেই সীমাবদ্ধ থাকেনি, বরং সন্দ্বীপ, টেকনাফ,  উখিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে।

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.