প্রচারণা ডটকম : অবশেষে ভারতের বাজারে শুরু হলো আইফোন ১৪ এর উৎপাদন। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয়ভাবে তৈরি এসব ফোন বাজারজাত করা শুরু হবে। অ্যাপলের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে টেকক্রাঞ্চ।
ভারতে আইফোন উৎপাদন এবারই প্রথম নয়। মূলত ২০১৭ সাল থেকেই ভারতে আইফোনের উৎপাদন করছে অ্যাপল। তবে এতোদিন ভারতীয় কারখানায় আইফোনের পুরনো সংস্করণগুলো তৈরি করা হতো। আর এবার চলতি মাসেই উন্মোচিত আইফোন ১৪ উৎপাদন করা হবে।
জেপি মরগ্যানের বিশ্লেষকরা জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ আইফোন ১৪ মডেলের বৈশ্বিক উৎপাদনের পাঁচ শতাংশ ভারতে আনার পাশাপাশি ২০২৫ সালের মধ্যে আইফোনের সকল মডেলের ২৫ শতাংশ ভারতে উৎপাদন করতে চায় অ্যাপল।
মূলত চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে ভারতসহ অন্যান্য দেশে নজর দিচ্ছে অ্যাপল। গত এক দশকের বেশি সময় ধরে কোম্পানির সিংহভাগ ডিভাইস উৎপাদিত হয়েছে চীনে।