সুপার লিগের প্রথম আসরে জয়ী অ্যাটলেটিকো ডি কলকাতা

0
2286

গতকাল শনিবার মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্তের (৯০+৩ মিনিটে) গোলে কেরালা ব্লাস্টার্সকে (০-১ গোলে) হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তুলল অ্যাটলেটিকো ডি কলকাতা।

ম্যাচের ৭৪ মিনিটে কলকাতা স্ট্রাইকার রাফির বদলি হিসেবে নামা মোহাম্মদ রফিক ফাইনালের একমাত্র গোলদাতা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও প্রসাদ ভি পটলুরির কেরালা ব্লাস্টার্সকে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হল।

এ ম্যাচের মধ্য দিয়ে গত ১২ই অক্টোবরে শুরু হওয়া ১০ সপ্তাহ ব্যাপী এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটল। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম আসরে মোট আটটি দল অংশ নেয়।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামও ছিলেন ট্রফিজয়ী দলটিতে । তাকে অবশ্য কোন ম্যাচেই মাঠে নামায়নি স্পেনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ পরিচালিত সৌরভ গাঙ্গুলীর এই দলটি।  

চ্যাম্পিয়ন হিসেবে আট কোটি রুপি প্রাইজমানি পেয়েছে কলকাতা। রানার্সআপ কেরালা পেয়েছে চার কোটি রুপি। গোল্ডেন বুট (টুর্নামেন্টের সেরা গোলদাতা) পেয়েছেন চেন্নাইন এফসির ব্রাজিলিয়ান রিক্রুট এলানো । গোল্ডেন গ্লোভস (সেরা গোলরক্ষক) পেয়েছেন এফসি গোয়ার জন সিডা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে দিল্লী ডায়মস এফসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে