আসছে সুপারহিরোইন

0
3291

গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিরো নির্ভর সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর মার্ভেল এবার আরও একটি সিনেমার ঘোষণা দিল।

তবে এবারে সুপারহিরো নয়, পর্দায় এবার সুপারহিরোইন নিয়ে আসছে আমেরিকান এই বিনোদন প্রতিষ্ঠান। 

আগামী ৬ জুলাই ২০১৮ ‘ক্যাপ্টেন মার্ভেল’ নামের সুপারহিরোইন মুভি মুক্তি দিতে যাচ্ছে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
সিনেমায় ক্যাপ্টেন মার্ভেল হতে যাচ্ছে কমিক্সের ক্যারল ডেনভারস চরিত্রটি।

২০১২ সালের আগে যে কিনা আগে মিস মার্ভেল নামে পরিচিত ছিল।

ডেনভারস হচ্ছে ক্রি আর মানুষের জীনের সমন্বয় সৃষ্টি। এ কারণে তার মধ্যে রয়েছে অতিমানবীয় সব শক্তি। স্থায়িত্ব, শক্তি, এনার্জি সবক্ষেত্রেই এই সুপারহিরোইনের রয়েছে অসাধারণ ক্ষমতা।

সেই সাথে উড়ার ক্ষমতা তো আছেই, এমনকি প্রয়োজনে শব্দের গতিতেও উড়তে পারে। হাতের আঙুল থেকে বের হয় শক্তিশালী রেডিয়্যান্ট এনার্জি।

ডেনভারসের এরকম হাইব্রিড শারীরিক গঠনের কারণেই কোন বিষ বা টক্সিন তার কোন ক্ষতি করতে পারে না।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে