Wednesday, January 15, 2025
More

    সর্বশেষ

    আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন পেয়েছে নগদ

    প্রচারণা ডটকম : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) হিসেবে প্রাথমিক অনুমোদন পেয়েছে নগদ ফাইন্যান্স পিএলসি। গতকাল বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় প্রতিষ্ঠানটিকে শর্তসাপেক্ষে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্য পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বণিকবার্তা

    দেশে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ৩৪টি এনবিএফআই রয়েছে। নগদকে অনুমোদন দেয়ার ফলে দেশে এনবিএফআইয়ের সংখ্যা দাঁড়াতে যাচ্ছে ৩৫টিতে।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এনবিএফআই হিসেবে নগদকে বেশকিছু শর্তসাপেক্ষে এলওআই প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শর্ত পূরণ করা হলে পরবর্তী সময়ে চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হবে।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, এনবিএফআই হিসেবে এলওআই পাওয়ার কারণে নগদ দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লাইসেন্স ও এনবিএফআই লাইসেন্স দুটি আলাদা বিষয়। ২০১৯ সালে যাত্রা করা দেশের এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সাময়িক অনুমোদনের মেয়াদ রয়েছে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যন্ত পাঁচ দফায় এ মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমএফএস প্রতিষ্ঠান নগদের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের সম্পর্ক থাকলেও এনবিএফআই হিসেবে এলওআই পাওয়া নগদ ফাইন্যান্স পিএলসির সঙ্গে ডাক বিভাগের কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    প্রসঙ্গত, দেশে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত ১২টি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। এ বছরের মে পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মোট নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ১৫ হাজারে। গত মাসে এমএফএসের মাধ্যমে ৬৪ হাজার ৯৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকারও বেশি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.