Tuesday, November 26, 2024
More

    সর্বশেষ

    পথচলায় পঞ্চম বর্ষে পেপারফ্লাই

    ক.বি.ডেস্ক: ই-কমার্স খাতের পণ্য বিলিকরনে উদ্ভাবনী সেবা প্রদানের পাঁচ বছর পূরণ করলো দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাই। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি মাত্র ১০ জন ডেলিভেরি কর্মকর্তা এবং ঢাকায় পাঁচটি অফিস নিয়ে যাত্রা করা পেপারফ্লাই এখন দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি বর্তমানে ১২০টি অফিসের ১১০০ এর বেশি কর্মী নিয়ে যেকোন আকারের পণ্য দেশের যেকোন ঠিকানায় পৌঁছাতে সক্ষম। গত পাঁচ বছরে দেশজুড়ে কার্যক্রম বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবসায় উদ্ভাবনী সেবা এসেছে পেপারফ্লাইয়ের কাছ থেকে। এর মধ্যে স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, ক্যশলেস পে এবং সেলার ওয়ান নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

    পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা রাহাত আহমেদ বলেন, সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে পেপারফ্লাই এবং প্রথম পাঁচ বছর একটি বৃহত্তর স্বপ্নের সূচনা মাত্র। উন্নততর এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিচ্ছে পেপারফ্লাই। ই-কমার্স প্রতিষ্ঠান এবং মার্চেন্টদের ছাড়া আমাদের এই যাত্রা সম্পূর্ণ হতো না, যারা তাদের পণ্য সরবরাহের জন্য আমাদেরকে বিশ্বস্ত অংশীদার করে তুলেছে। দেশের ই-কমার্স খাতের পরিচালনে পেপারফ্লাইয়ের সেবাগুলো নতুন মাত্রা যোগ করেছে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ই-কমার্স খাতের অবদান বৃদ্ধি করতে পেপারফ্লাই নেতৃত্ব দেবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.