Friday, March 14, 2025
More

    সর্বশেষ

    সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

    প্রচারণা ডটকম: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের অসামান্য অবদান উদযাপনে সম্প্রতি আয়োজন করেছে “বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। অ্যাওয়ার্ডটির ৫ম সংস্করণে আটটি বিভাগে বিকাশ তার ১৮ সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দিয়েছে, যারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশব্যাপী বিকাশের কার্যক্রম পরিচালনায় অসাধারণ সমর্থন যুগিয়েছে।

    ঢাকার একটি হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশজুড়ে কোটি গ্রাহকের কাছে বিকাশ-এর সেবাগুলো নির্বিঘ্নে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন, এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়।

    এই অনুষ্ঠানে বিকাশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “বিকাশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো ব্যবসায় অংশীদাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা দুপক্ষই লাভবান হয় এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিতে প্রয়োজন হয় প্রচুর উদ্যম ও চেষ্টার। সেই বিশ্বাসেরই স্বীকৃতি এই অনুষ্ঠান।”

    একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাশ তার সাপ্লাই চেইন পার্টনারদের সাথে দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি বিভাগের বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে সম্মাননা জানানো হয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.