Monday, March 10, 2025
More

    সর্বশেষ

    সুজুকি বাংলাদেশের ২৫০সিসি টেস্ট রাইড অনুষ্ঠিত

    সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো একটি রোমাঞ্চকর ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে রাইডাররা সরাসরি সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর গতি ও পারফর্মেন্সের স্বাদ নেয়ার সুযোগ পান, যা তাদের রাইডিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে।

    এই ২৫০সিসি টেস্ট রাইড ইভেন্ট মোটরসাইকেলপ্রেমীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। বিভিন্ন কমিউনিটি ও বাইকিং ক্লাব থেকে ২৫০ জনেরও বেশি বাইকপ্রেমী এই ইভেন্টে অংশগ্রহণ করেন। ইভেন্টটির মাধ্যমে রাইডাররা অভূতপূর্ব রাইডিং অভিজ্ঞতার জন্য বিশেষভাবে নির্মিত আধুনিক প্রযুক্তির সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মডেলের উন্নত হ্যান্ডলিং, গতি এবং নিখুঁত ব্রেকিং সরাসরি উপভোগ করতে পেরেছেন।

    র‍্যানকন মোটরবাইকস লিমিটেড-এর নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান বলেন, “বাইকাররা যে শুধুমাত্র তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই বাইক রাইডিং করে – এমনটি না; তাদের জন্য ভ্রমণের রোমাঞ্চ এবং অভিজ্ঞতাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সুজুকি এটা মাথায় রেখেই পারফর্মেন্স ও কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আজ, আমরা আপনাদের সামনে ২৫০সিসি ইঞ্জিনের চেয়েও বেশি কিছু নিয়ে এসেছি; আমরা নিয়ে এসেছি, উদ্দামতা এবং উচ্ছ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ, যা বাইকারদেরকে দুর্দান্ত রাইডিং-এর অনুভূতি দিবে।”

    সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল রাইডারদের সুজুকির লেটেস্ট ২৫০সিসি মডেলগুলোর বাস্তব অভিজ্ঞতা দেওয়া। আমরা চেয়েছি তারা শুধু পারফরম্যান্সই নয়, বরং সুজুকির রাইডিং কমফোর্ট ও রোমাঞ্চও উপভোগ করুক। আজকের ইভেন্টে বাইকারদের অসাধারণ উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্য আরও বেশি ইন্টারঅ্যাকটিভ রাইডিং ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করছি।”

    ইভেন্টে বাইকারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পেশাদার সেফটি ব্রিফিং-এর পাশাপাশি অংশগ্রহণকারীদের হেলমেট ও প্রোটেক্টিভ গার্ড সরবরাহ করা হয়, যাতে তারা নির্ভয়ে রাইডিং করতে পারেন। রাইডাররা সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ মোটরবাইক নিয়ে নির্ধারিত ট্র্যাকে টেস্ট রাইড করেন, যেখানে তারা ২৫০সিসি এসওসিএস ইঞ্জিনের শক্তিশালী পারফরম্যান্স, অ্যারোডাইনামিক ডিজাইন, স্ট্যাবিলিটি ও রেসপন্সিভ ব্রেকিং সরাসরি পরীক্ষা করার সুযোগ পান।

    ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর বাইকিং চ্যালেঞ্জ, যেখানে রাইডাররা তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং আকর্ষণীয় সব পুরস্কার জেতেন। এছাড়া সুজুকি বাংলাদেশ- র‍্যানকন মোটরবাইক লিমিটেড ইভেন্টটিকে আরও স্মরণীয় করতে অংশগ্রহণকারীদের আকর্ষণীয় সুজুকি-ব্র্যান্ডেড গিফট হ্যাম্পার উপহার দেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.