প্রচারণা ডটকম: নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ি এসইউ৭ সেডান-এর ব্যাপক বিক্রির কারণে চীনা ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা শাওমি কর্পোরেশনের তৃতীয় প্রান্তিকে ৩০.৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স।
শাওমি চলতি বছরের মার্চে এসইউ৭ সেডান বাজারে আনে, মূলত পোরশে ব্র্যান্ডের গাড়ির ‘অনুকরণে’ এর ডিজাইন করা হয়েছে। এ গাড়ির প্রাথমিক মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলারের নিচে, যা চীনে টেসলা মডেল ৩-এর তুলনায় চার হাজার ডলার কম।
সোমবার শাওমি জানায়, তারা এবছর এক লাখ ৩০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে, যা আগে ছিল মাত্র ৭৬ হাজার। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কোম্পানি জুন থেকে উৎপাদনের শিফট দ্বিগুণ করেছে এবং সম্প্রতি প্রিমিয়াম এসইউ৭ আল্ট্রা মডেল বাজারে এনেছে, যার মূল্য ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বেশি।
তৃতীয় প্রান্তিকে শাওমি ৯২.৫ বিলিয়ন ইউয়ান (১২.৭৭ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস (৯১.১ বিলিয়ন ইউয়ান) ছাড়িয়ে গেছে।
শাওমি জানিয়েছে, এই প্রান্তিকে তাদের সংশোধিত নিট লাভ ৬.২৫ বিলিয়ন ইউয়ান, যা আগের পূর্বাভাস ৫.৯২ বিলিয়ন ইউয়ানের চেয়ে বেশি।
হুয়াটাই সিকিউরিটিজ পূর্বাভাস দিয়েছে, শাওমি ২০২৫ সালে চার লাখ ইলেকট্রিক গাড়ি সরবরাহ করতে পারবে। সে বছর শাওমির মোট আয়ের ২০ শতাংশ আসবে ইলেকট্রিক গাড়ি থেকে, যা এই বছর মাত্র ৮ শতাংশ।
তবে শাওমির অটো ব্যবসা এখনও লোকসানে। এই প্রান্তিকে এ ইউনিটের সংশোধিত লোকসান ১.৫ বিলিয়ন ইউয়ান, আর লাভের মার্জিন ছিল ১৭.১%।
তৃতীয় প্রান্তিকে শাওমি ৪২.৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে সরবরাহ করেছে, যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শাওমি বর্তমানে ১৪ শতাংশ বাজার দখল করে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা।