Friday, November 22, 2024
More

    সর্বশেষ

    কাঁচামালের ওপর অত্যাধিক শুল্ক ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উতপাদনের অন্তরায়

    ক.বি.ডেস্ক: প্রযুক্তিপণ্য উতপাদনে কাঁচামালের ওপর অত্যাধিক শুল্ক ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উতপাদনের অন্তরায় বলে উল্লেখ করেছেন প্রযুক্তি ব্যবসায়ীরা। কিছু কিছু প্রযুক্তি পণ্যের তৈরী পণ্যের শুল্কের চেয়ে কাঁচামালের শুল্ক বেশি। এক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালাও নেই। যে শিল্প নতুনভাবে শুরু হতে যাচ্ছে সে শিল্পে একক ব্যবসায়ীর কথা রাজস্ববোর্ড আমলে নিচ্ছে না। বাংলাদেশ কমপিউটার সমিতিসহ (বিসিএস) অন্যান্য প্রযুক্তি খাতের সংগঠনগুলোকে এক্ষেত্রে জোড়ালো ভূমিকা রাখতে হবে।

    গতকাল সোমবার (৬ জুন) আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বিসিএস’র উদ্যোগে আয়োজিত ‍মুন্সিগঞ্জের একটি স্থানীয় রিসোর্টে ‘‘হার্ডওয়্যার ম্যানুফাকচারিং প্ল্যান রেডিনেস অ্যান্ড প্রিপারেশন’’ শীর্ষক বুটক্যাম্পের অনুষ্ঠানে নিজেদের দাবি উত্থাপন করেন বিসিএস সদস্য এবং প্রযুক্তি ব্যবসায়ীরা।

    বিসিএস সদস্যদের উতপাদনকারী প্রতিষ্ঠানে রুপান্তর হতে বেশ কিছু বিষয়ে পরিবর্তনের বিষয় উল্লেখ করা হয়। বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শর্তাবলীকে শিথিল করা, বিদেশী বিনিয়োগকারী বিনিয়োগ করার পর সহজেই যেন তার লভ্যাংশ অর্জন এবং নিজ দেশে নিতে পারে এ ব্যাপারেও সহজীকরণ নীতি অনুকরণ করার কথা উল্লেখ করেন প্রযুক্তি পণ্য ব্যবসায়ীরা। বাংলাদেশে তৈরি স্লোগানকে প্রতিষ্ঠিত করতে উতপাদনকারীদের পক্ষে যেকোন সিদ্ধান্ত বাস্তবায়নে বিসিএসকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।  

    বুটক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। সেশন পরিচালনা করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান। স্বাগত বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএস সহ-সভাপতি রাশেদ আলী ভূইয়া।

    বিকর্ণ কুমার ঘোষ বলেন, আপনাদের এগিয়ে যাওয়ার গল্প আমাকে অনুপ্রাণিত করেছে। মূলত সরকারের পক্ষে আমি আপনাদের অনুপ্রাণিত করতে চাই। উতপাদনকারী দেশে পরিণত হতে সরকার সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করছে। আমাদের হাই-টেক পার্কগুলোও প্রস্তুত এবং এই বছর আরও হাই-টেক পার্ক কার্যক্রম শুরু করবে।

    মো. আব্দুর রহিম খান বলেন, আজকের এই সেশনে তরুণ উদ্যোক্তারা যেভাবে বাধা টপকে এগিয়ে এসেছেন এবং সামনে এগিয়ে যাওয়া দৃঢ় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তা থেকেই প্রমাণ হয় আমরা কোন অংশে পিছিয়ে নেই। বাধা আসবেই। এই বাধাকে সাফল্যের পথে নেতৃত্ব দেয়ার অংশ মনে করাটাই বুদ্ধিমানের কাজ। সকলের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ঘোষিত রুপকল্প বাস্তবায়নে আমরা সবাই নিজের সর্বোচ্চটা দিতে সক্ষম হবো বলেই আমরা বিশ্বাস করি।

    ইঞ্জি. সুব্রত সরকার বলেন, প্রযুক্তি পণ্য উতপাদনে যেসব কাঁচামালের প্রয়োজন হয় এবং পাশাপাশি পিসিবি বোর্ডসহ যেসব উপকরণ পণ্য উতপাদনে ব্যবহৃত হয় এসব পণ্যের ওপর শুল্কের কোটা শুন্য করা হলে দেশে উতপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। উতপাদনকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিসকে কার্যকর সেবাতে রুপান্তর করতে হবে। এখনো একটি উতপাদনকারীর লাইসেন্স পেতে ক্ষেত্র বিশেষে ৮ থেকে ২৪ মাস চলে যায়। এতে উতপাদকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আগ্রহ কমে যায়।

    কামরুজ্জামান ভূইয়া বলেন, প্রযুক্তি পণ্য উতপাদনে যারা এখন সফলতার সঙ্গে এই খাতকে নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা এই ক্যাম্পে বর্ণনা করেছেন। মূলত আমদানিকারক থেকে উতপাদনকারী হওয়ার জন্য যেসব বাধাগুলো রয়েছে সেইসব বাধাগুলো টপকে এগিয়ে যাওয়ার বিষয়ে পথ নির্দেশনা পেতে আমাদের এই আয়োজন।

    রাশেদ আলী ভূইয়া বলেন, সরকারের ২০৪১ রুপকল্প বাস্তবায়নে আমাদের চেষ্টা চলমান রয়েছে। দেশকে প্রযুক্তি পণ্য উতপাদনের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও নিজেদের দাবীগুলো সংগঠনের কাছে পেশ করা উচিত। এতে আমরা সদস্যদের সুবিধার্থে দাবিগুলোর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবো।

    বুটক্যাম্পে সনি কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, পিসি গার্ডেনের প্রধান কার্যনির্বাহী মো. আহসানুল আলম, সিনকো বিডির পরিচালক জিল্লুর রহমান সোহেল, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, কেমেন ইন্দো বাংলা ক্যাবল প্রাইভেট লিমিটেডের পরিচালক আশিষ কুমার এবং রাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম নজরুল ইসলাম প্রযুক্তি পণ্য উতপাদনে বাধা এবং সম্ভাবনাসমূহ নিয়ে বিষদ আলোচনা করেন।

    বুটক্যাম্পের কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জের কাছে প্রশিক্ষণার্থীরা রাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিন্টারের টোনার কার্টিজ উতপাদন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

    প্রতিষ্ঠানটির এমডি রফিকুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জেই আমরা বিশ্বমানের প্রিন্টারের টোনার কার্টিজ স্বল্পমূল্য উতপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রিন্টারের টোনার সারাদেশে বিক্রি হচ্ছে। পাশাপাশি টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো থেকেও আমরা টোনার কার্টিজ উতপাদনের অর্ডার পেয়েছি। স্যামসাং এই কারখানা পরিদর্শন করে আমাদের উতপাদনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি আমরা অ্যালুমুনিয়ামের পণ্যও উতপাদন করছি। অ্যালুমুনিয়াম প্রযুক্তি পণ্যে ব্যবহৃত একটি প্রয়োজনীয় উপকরণ। কাঁচামালের উপর শুল্ক হ্রাস বা বাদ দেয়া গেলে দেশেই বিশ্বমানের যেকোন পণ্য উতপাদন করা সম্ভব। আশা করছি বিসিএস শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারের কাছে দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.