Friday, September 20, 2024
More

    সর্বশেষ

    ৬০০০ এমএএইচ ব্যাটারির ‘রেডমি ৯ পাওয়ার’ আনলো শাওমি

    ক.বি.ডেস্ক: শাওমি দেশে নতুন ফোন ‘রেডমি ৯ পাওয়ার’ এনেছে। ৬০০০ এমএএইচ বড় ব্যাটারি ব্যাকআপের ফোনটি আনলো শাওমি। এ ছাড়া ফোনটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর এবং ৬.৫৩ ইঞ্চির এফএইডিপ্লাস ডিসপ্লে। মাইটি ব্ল্যাক, ব্লেজিং ব্লু, ফিয়েরি রেড এবং ইলেক্ট্রিক গ্রিন– এই চারটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। ৪জিবি+৬৪জিবির মূল্য ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা।

    রেডমি ৯ পাওয়ার: স্মার্টফোনটিতে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রেজিট্যান্স টেক্সাচরড। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক। ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি সিম সুবিধা এবং ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাক।

    ডিভাইসটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। একটি ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। এমআইইউআই ১২ থাকায় ক্যামেরা অ্যাপ্লিকেশনে বেশকিছু নতুন ফিচার থাকছে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কল করার ক্ষেত্রে স্পষ্ট ছবি দেবে।

    রেডমি ৯ পাওয়ার ফোনে দেয়া হয়েছে বড় মাপের ৬০০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জ দিলে নিশ্চিন্তে দুই দিন ব্যবহার করা যাবে। ৬০০০ এমএএইচ ব্যাটারি ফোনটিকে ফোরজি নেটওয়ার্কে টানা ৬৯৫ ঘণ্টা স্ট্যান্ডবাই রাখবে। সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এতে ইএলবি (ইনহ্যান্সড লাইফস্প্যান ব্যাটারি) প্রযুক্তি থাকায় তিন বছর পর্যন্ত ব্যাটারির শক্তি ধরে রাখবে।

    ডিভাইসটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট। গেমিংয়ের জন্য অ্যাড্রেনো ৬১০ এবং ভিভিড গ্রাফিক। ৪ গিগাবাইট ও ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ১২৮ গিগাবাইট পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ আছে। ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটে কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ গিগাবাইট পর্যন্ত।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.