Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ৫জি সুবিধার শাওমি’র ‘মি ১১এক্স’ উন্মোচন

    ক.বি.ডেস্ক: শাওমি আজ (বৃহস্পতিবার) দেশের বাজারে উন্মোচন করেছে সর্বাধুনিক প্রুযুক্তির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘মি ১১এক্স’। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৪৫২০এমএএইচের ব্যাটারি, ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার, আইপি রেটিং। মি ১১এক্স তিনটি কালার ভ্যারিয়েন্ট কসমিক ব্ল্যাক, লুনার হোয়াইট ও সেলেসশিয়াল সিলভারে দেশের বাজারে পাওয়া যাবে। ৬ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট ভ্যারিয়েন্টের মূল্য ৩৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট ভ্যারিয়েন্টের মূল্য ৪২ হাজার ৯৯৯ টাকা।

    শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমির লক্ষ্য শুধু প্রিমিয়াম পণ্যই নয়, সেটা ওই ক্লাসের মধ্যে সেরা প্রযুক্তির সমন্বয়ে নিয়ে আসা, যাতে আমাদের গ্রাহকরা উপকৃত হন। মি ১১এক্স উন্মোচনের মধ্য দিয়ে আমরা আশা করছি, গ্রাহকদের আগামী দিনের সকল চাহিদা পূরণের পাশাপাশি নতুনত্বের সুবিধা মিলবে। ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য মি ১১এক্স ফোনটিতে সুপিরিয়র ক্যামেরা, অত্যাধুনিক ডিসপ্লের সমন্বয় রাখা হয়েছে।

    মি ১১এক্স: স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ক্রায়ো ৫৮৫ চিপসেট।  এ ছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে ৫জি সংযোগ দেওয়া হয়েছে। এতে রয়েছে ডেডিকেটেড প্রাইম কোর ৩.২ গিগাহাটর্জ প্রসেস ক্ষমতা। ডিভাইসটি আসছে আল্ট্রাফাস্ট এলপিডিডিআর৫ এবং ইউএফএস ৩.১ স্টোরেজে। ডিভাইসটিতে থাকা লিক্যুইড কুল প্রযুক্তি ১.০ প্লাস সহজে ফোনটি গরম হতে দেয় না। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি প্লাস ১২০ হাটর্জ ই৪ অ্যামোলেড ডট ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৩৬০ হাটর্জ রিফ্রেশ রেট। এটি আসছে ১৩০০ নিট ব্রাইটনেসে, সমর্থন করবে এইচডিআর ১০প্লাস। থাকছে এমইএমসি প্রযুক্তি, ৩৬০ ডিগ্রি লাইট সেন্সিং প্রযুক্তি এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি।

    ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরাসেটআপে আসছে মি ১১এক্স। যার প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার। ল্যান্ডস্কেপ ছবি নিতে এতে আছে ১১৯ ডিগ্রি এফওভি।

    মি ১১এক্স আসছে ডলবি স্টেরিও সেটআপে। এতে ডলবি অ্যাটমস থাকায় পাওয়া যাবে উন্নতমানের অডিও সাউন্ডের অভিজ্ঞতা। এ ছাড়া ডিভাইসটি আসছে হাই-রেস অডিও সার্টিফিকেটে; যা উন্নতমানের সাউন্ড দিতে সক্ষম। এমনকি এতে হেডফোনে পাওয়া যাবে দুর্দান্ত আউটপুট। ডিভাইসটিতে আছে ৪৫২০ এমএএইচের ব্যাটারি। ফোনটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। বক্সে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে স্মার্টফোনটি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১৯ মিনিটে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.