Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

    ক.বি.ডেস্ক: গ্রামীণফোন ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এ সম্মাননা অর্জন করলো গ্রামীণফোন। জাতীয় কোষাগারে গ্রামীণফোনের অবদান প্রায় ৩,৫৪৯ কোটি টাকা।

    টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোনকে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য সম্মানিত করে এনবিআর’র আয়কর বিভাগের বৃহত করদাতা ইউনিট (এলটিইউ)। এ উপলক্ষ্যে বৃহত কর ইউনিটের আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে এনবিআর’র কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন।

    উল্লেখ্য, এর আগে টানা ছয়বারের মতো ০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের মতো গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.