Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ১৬ ফেব্রুয়ারি আসছে রিয়েলমি ৯ প্রো সিরিজ

    ক.বি.ডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি অত্যাধুনিক প্রযুক্তির রিয়েলমি ৯ প্রো সিরিজের স্মার্টফোন বিশ্বব্যাপী উন্মোচন করবে। মিড রেঞ্জের স্মার্টফোন ক্যাটাগরিতে রিয়েলমি ৯ প্রো+ প্রথম ফোন যেখানে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়েলমি ৯ প্রো+ ক্যামেরা সিস্টেম (সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা) ব্যবহারের সুযোগ করে দিতে রিয়েলমি আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী দিনব্যাপী অনলাইন ক্যামেরা ল্যাব এক্সপেরিয়েন্সের আয়োজন করবে।

    ২০২২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকা চমতকার পারফরমেন্সের অন্যতম সেন্সর সনি আইএমএক্স৭৬৬ এর সেন্সরের আকার ১/১.৫৬ ইঞ্চি এবং এর পিক্সেলের জায়গাও অনেক বড়। এর ওআইএস লেন্স ব্যবহারকারীদের চমতকার ও গুণগতমানের ছবির বিষয়টি নিশ্চিত করবে। মিডরেঞ্জ ক্যাটাগরিতে সেরা রিয়েলমির নাম্বার সিরিজে দুর্দান্ত সংযোজন হতে যাচ্ছে ৯ প্রো সিরিজ। বিশ্বব্যাপী উন্মোচনের পাশাপাশি দেশের বাজারেও ৯ সিরিজের প্রথম স্মার্টফোনটি খুব দ্রুত উন্মোচন করবে রিয়েলমি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.