সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিধান অনুযায়ী বিজিডি ই-গভ সিআইআরটি (BGD e-GOV CIRT) গঠন করা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহে (ক্রিটিকাল ইনফরমেশন ইন্সফ্রাসট্রাক্চার) তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজিডি ই-গভ সিআইআরটি ইন্সিডেন্ট হ্যন্ডলিং ডিজিটাল ফরেনসিক আইটি অডিট, রিস্ক অ্যাসেসমেন্ট, সাইবার সেন্সরের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে আসছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা প্রদানে দক্ষ জনবল তৈরী আবশ্যক। সাইবার নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বাস্তব বিপর্যয় হতে উত্তরনের প্রস্তুতির জন্য অনুশীলন হিসেবে ‘জাতীয় পর্যায়ে সাইবার ড্রিল’ আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ আয়োজন ডিজিটাল বাংলাদেশ দিবস অর্থাত আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাইবার ড্রিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা পেশাজীবী, ভবিষ্যতে সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়তে আগ্রহীগণ দলগতভাবে অংশগ্রহণ করতে পারবেন।
জাতীয় সাইবার ড্রিল ২০২০ এ অংশগ্রহনের জন্য বিজিডি ই-গভ সিআইআরটি এর ওয়েবসাইটে ক্লিক করুন: www.cirt.gov.bd