চীনা টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস যুক্তরাজ্যে গবেষণা ও উন্নয়নকেন্দ্র তৈরির পরিকল্পনার জন্য অনুমোদন পাচ্ছে। ৪০ কোটি পাউন্ড খরচে যুক্তরাজ্যের সাস্টন এলাকায় গবেষণাকেন্দ্রটি তৈরি করা হবে। সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিপসেটের উন্নয়ন ও গবেষণা করা হবে।
দেশটির টেলিকম অপারেটরদের হুয়াওয়ের সরঞ্জামের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার জন্য আদেশ দিয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা।
হুয়াওয়েকে পুরোপুরি নিষেধাজ্ঞার কোনো পদক্ষেপ নিলে লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক নষ্ট হবে। সম্প্রতি হংকংয়ের পরিস্থিতি ও কোভিড-১৯ মহামারি নিয়ে বেইজিংয়ে সঙ্গে লন্ডনের কিছুটা দূরত্ব বেড়েছে।