Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    স্যামসাংয়ের ‘বছর শেষ অফার বেশ’ ক্যাম্পেইন

    আনন্দঘন মুহূর্তের মাধ্যমে বছর শেষ করতে ক্রেতাদের জন্য ‘বছর শেষ অফার বেশ’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে নির্দিষ্ট মডেলের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ১৮ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

    বছর শেষ অফার বেশ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা স্যামসাংয়ের পণ্য কেনার ক্ষেত্রে নিশ্চিত ক্যাশব্যাকসহ উপহার হিসেবে বিভিন্ন গিফট সামগ্রী পাবেন। গ্যালাক্সি এম১১ (৩/৩২ জিবি), গ্যালাক্সি এম২১ (৪/৬৪জিবি) কিংবা গ্যালাক্সি এম২১ (৬/১২৮ জিবি) মডেলের ডিভাইগুলো ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে ১ হাজার টাকা পাবেন।

    গ্যালাক্সি এম৩১ (৬/৬৪ জিবি) এবং গ্যালাক্সি এম৩১ (৮/১২৮ জিবি) মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে দুই হাজার টাকা পাবেন। এ ছাড়াও, গ্যালাক্সি নোট ১০ লাইট (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস কেনার ক্ষেত্রেও ক্রেতারা পাঁচ হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।

    এ ছাড়াও, এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা উপহার হিসেবে পেতে পারেন গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি অ্যাক্টিভ ওয়াচ ২, গ্যালাক্সি ওয়াচ ফিট ২, টুইন উইন (বিনামূল্যে একই মডেলের অন্য একটি স্মার্টফোন পাবেন), স্যামসাং ওয়াশিং মেশিন, স্যামসাং ইনভার্টার ফ্রস্ট রেফ্রিজারেট এবং স্যামসাং এইচডিটিভি। এসএমএস ও উইন মোডালিটির মাধ্যমে ক্রেতারা কী গিফট পাবেন তা নির্বাচন করা হবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.