Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    স্যামসাং গ্যালাক্সি এ১৩

    ক.বি.ডেস্ক: স্যামসাং বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে সম্পূর্ণ নতুন ‘‘গ্যালাক্সি এ১৩’’ ডিভাইস উন্মোচন করেছে। এক্সিনোস ২.০ গিগাহাটর্জ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ও স্যামসাং ওয়ান ইউআই ৪.১ সহ ডিভাইসটির আল্ট্রা-স্মুদ নতুন ইন্টারফেসটি ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। ব্লু, পিচ ও ব্ল্যাক তিনটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে। ৪জিবি র‌্যাম/৬৪জিবি রম মূল্য ১৬,৯৯৯ এবং ৬জিবি র‌্যাম/১২৮জিবি রম মূল্য ২০,৯৯৯ টাকা।

    গ্যালাক্সি এ১৩: কর্নিং গরিলা গ্লাস ৫ এবং ৬.৬ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লের এ ডিভাইসটি দিয়ে ইমার্সিভ ভিউইং অভিজ্ঞতা লাভ করা যাবে। ১৯৫ গ্রাম ওজনের এ ডিভাইসটি খুব সহজেই হাতে ধরে রাখা যায়। এর ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট-আপ দিয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা যাবে। ডিভাইসটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮), ৫ মেগাপিক্সেল (এফ/২.২) আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ও ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো ক্যামেরা। ডিভাইসটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

    রয়েছে র‌্যাম প্লাস ফিচার, যা র‌্যামকে ৪জিবি পর্যন্ত বাড়াতে সাহায্য করে। ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিসহ ১৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ‍এর ফলে, ব্যবহারকারীদের চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে কোন চিন্তা করতে হবে না। সেন্সর সাইড ফিঙ্গারপ্রিন্ট ও স্যামসাং নক্স ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবে।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.