Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    স্মার্টফোন এবং ট্যাব মেলায় রিয়েলমি’র অবিশ্বাস্য ছাড়!

    ক.বি.ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ উপভোগ করুন রিয়েলমি’র রিয়েল টাইম ৫জি সেবা। রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ৫জি স্মার্টফোনে রিয়েলমি প্যাভিলিয়নে থাকছে ৫জি নেটওয়ার্ক সুবিধা। এই তিনটি ফোনে উপভোগ করুন ৫জি’র দুর্দান্ত সব সেবা।

    ফোন তিনটি মেলা চলাকালীন কিনতে পারবেন ৩,০০০ টাকা ছাড়ে। জিটি নিও ২ এর বিশেষ মূল্য ৩৬,৯৯০ টাকা, জিটি মাস্টার এডিশন ৩০,৯৯০ টাকা এবং রিয়েলমি ৮ ৫জি ১৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়াও মেলায় ফোন কিনে সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি জিটি মাস্টার এডিশন জিতে নেয়ার সুযোগ। বিস্তারিত স্পন্সর প্যাভিলিয়ন-৪।

    রিয়েলমি’র প্রতিটি স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসে থাকছে দারুণ সব ছাড়। সি১১ ২০২১ (২+৩২জিবি) ৮,৮৯০ টাকায়, সি১১ ২০২১ (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, নারজো ৫০আই (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, সি২১ওয়াই (৩+৩২জিবি) ১০,৪৯০ টাকায়, সি২১ওয়াই (৪+৬৪জিবি) ১১,৪৯০ টাকায়, সি২৫ওয়াই ১২,৯৯০ টাকায়, সি২৫এস ১৪,৯৯০ টাকায় এবং রিয়েলমি ৮ ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।

    ক্রেতারা রিয়েলমি প্যাড’র (৩+৩২জিবি) ভেরিয়েন্ট ১৯,৪৯০ টাকায়, (৪+৬৪জিবি) ভেরিয়েন্ট ২০,৯৯০ টাকায় পাওয়া যাবে। রিয়েলমি বাডস এয়ার ২ ৩,১৪৯ টাকায়, স্মার্ট ক্যাম ৩৬০° ২,৯৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ ২,৬৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ নিও ১,৬৯৯ টাকায়, রিয়েলমি বাডস কিউ২ ১,৬৯৯ টাকায়, পকেট ব্লুটুথ স্পিকার ১,২৯৯ টাকায়, এন১ সনিক ইলেকট্রিক টুথব্রাশ ৮৯০ টাকায় কিনতে পারবেন। প্রযুক্তি-প্রেমী তরুণদের জন্য থাকছে রিয়েলমি বাডস ক্লাসিক ৪৪৯ টাকায় এবং রিয়েলমি বাডস ২ নিও ৪৪৯ টাকায় কেনার সুযোগ।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.