ক.বি.ডেস্ক: স্নাপড্রাগন প্রসেসরযুক্ত ‘প্রিমো আরএক্সএইট মিনি’ মডেলের নতুন গেমিং স্মার্টফোন বাজারে আনছে ওয়ালটন। মিড রেঞ্জের ফোনটিতে থাকছে বড় ডিসপ্লে, শক্তিশালী র্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।
প্রিমো আরএক্সএইট মিনি স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন সিক্স সিরিজ প্রসেসর, ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। ১৮ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিংসহ এতে রয়েছে সিকিউরিটি স্নাইডার। ফোনটির পেছনে থাকছে সনি সেন্সরযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা।
ফোনটির অন্যান্য কনফিগারেশন ও মূল্য এখনো প্রকাশ করেনি ওয়ালটন। তবে মিড রেঞ্জের ফোনটির মূল্য ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে হবে বলে জানা গেছে।