Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    সিঙ্গার নিয়ে এলো ডেল’র নতুন তিনটি ল্যাপটপ

    সিঙ্গার বাংলাদেশ বাজারে নিয়ে এলো ডেল’র একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ। ডেল ইন্সপায়রন ৫৪০২, ইন্সপায়রন ৭৩০৬ এবং ইন্সপায়রন ৫৪০৬ মডেলের ল্যাপটপগুলো গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান, ডেল বাংলাদেশের বিপণন কর্মকর্তা প্রতাপ সাহা, সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

    ডেল ইন্সপায়রন ৫৪০২ মডেলের ল্যাপটপে রয়েছে ইন্টেল একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০ ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ফুল এইচডি (১৯২০x১০৮০) ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ এবং ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম; ডেল ইন্সপায়রন ৫৪০৬ মডেলের (টু ইন ওয়ান) ল্যাপটপে রয়েছে ইন্টেল একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০ ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ফুল এইচডি (১৯২০x১০৮০) ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ এবং ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম এবং ডেল ইন্সপায়রন ৭৩০৬ (টু ইন ওয়ান) মডেলের ল্যাপটপটি ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সম্বলিত ১৩.৩ ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে সমৃদ্ধ বাজারে আরেকটি নতুন চমক।    

    ল্যাপটপগুলোর সঙ্গে ক্রেতারা উইন্ডোজ ১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। বিস্তারিত: সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ এবং ভিজিট করুন: www.singerbd.com

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.