Friday, November 22, 2024
More

    সর্বশেষ

    শিল্প প্রতিভা বিকাশে অপো’র ‘‘ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’’ ক্যাম্পেইন

    ক.বি.ডেস্ক: তরুণদের শিল্পকলায় উদ্ধুদ্ধ করতে ‘‘রেনোভেটর ২০২১ ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’’ নামে ক্যাম্পেইন নিয়ে এসেছে স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। বিশ্বব্যাপী শিল্পকলা ও প্রযুক্তিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে তৃতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে অপো। বাংলাদেশ থেকেও কেউ চাইলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ক্যাম্পেইনে অংশ নিতে https://campus.oppo.com/en/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। সব ধরনের শিল্পকর্ম কাজ ২৯ আগস্ট এর মধ্যে জমা দিতে হবে এবং ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

    অপো রেনোভেটরস ২০২১ ‘আর্ট টেক’ ও ‘আর্ট টয়’ এই দুটি প্রফেশনাল কনটেস্ট ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আর্ট টেক ক্যাটাগরিতে তরুণ শিল্পীরা অংশ নিয়ে শিল্পকলা ও প্রযুক্তির মেলবন্ধন দেখতে পারবেন। আর্ট টয় ক্যাটাগরিতে নিজস্ব সৃজনশীল প্রোর্টেট আর্ট ও ভিডিও জমা দেয়া যাবে।

    এ ক্যাম্পেইনের মাধ্যমে অপো সারাবিশ্বে সক্রিয় এমন একটি কমিউনিটি তৈরি করবে যেখানে তরুণ শিল্পীরা নামিদামি শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারবেন। এই একই প্ল্যাটফর্মে তরুণরা তাদের কাজ প্রদর্শন ও ক্যারিয়ার সংশ্লিষ্ট জ্ঞান লাভ করতে পারবেন।

    এ সম্পর্কে অপোর ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, অপো সবসময় তরুণ প্রজন্মের ক্ষমতায় বিশ্বাসী কারণ আগামীর বিশ্বের যে পরিবর্তন আসবে তা আজকের তরুণদের হাত ধরেই আসবে। অপো বিশ্বব্যাপী সব সৃজনশীল চিন্তাধারা একসঙ্গে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই ঐক্যবদ্ধ হয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.