Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    মোশন ভিউ এ পাওয়া যাবে স্যামসাং মোবাইল

    ক.বি.ডেস্ক: এখন থেকে দেশব্যাপী মোশন ভিউ-এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে পাওয়া যাবে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল। এ লক্ষে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) গুলশানে স্যামসাং বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটি সঙ্গে মোবাইল অ্যাক্সেসরিজ ও গ্যাজেটস আমদানিকারক এবং বিপণন প্রতিষ্ঠান মোশন-ভিউ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    চুক্তিতে স্বাক্ষর করেন ফেয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং মোশন ভিউ-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান।

    মোশন ভিউয়ের এমডি ইমরুল হাসান বলেন, এখন থেকে দেশের ক্রেতারা খুব সহজেই মোশন ভিউ থেকে তাদের পছন্দের স্যামসাং মোবাইল কিনতে পারবেন। বর্তমানে মোশন ভিউয়ের ১২টি ব্র্যান্ড আউটলেট চালু আছে এবং আরও ৩০টি নতুন স্টোর দেশব্যাপী চালুর অপেক্ষার রয়েছে।

    উল্লেখ্য, মোশন ভিউ দেশের অন্যতম বৃহত গ্যাজেট আমদানিকারক কোম্পানি। বর্তমানে অ্যামাইজফিট, ওয়ানপ্লাস, হেলিউ, লেনোভো, ইনফিনিক্স, রিয়েলমির মতো বহুজাতিক গ্যাজেট কোম্পানির অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। দেশব্যাপী ৬৪ জেলায় তাদের বিপণন চালু আছে এবং দুই হাজারের অধিক রিটেইলে তাদের পণ্য পাওয়া যায়।

    বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট যেমন- স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.