Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ভালোবাসা দিবসে রিয়েলমির অবিশ্বাস্য অফার !

    ভালোবাসা দিবস উপলক্ষে ৭-১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দারুণ অফার থাকছে রিয়েলমি স্মার্টফোনে। অফার চলাকালে দারাজে রিয়েলমির বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া যাবে বিশেষ মূল্য ছাড়। বিশেষ মূল্যের পাশাপাশি থাকছে ডিসকাউন্ট ভাউচার, প্রি-পেমেন্টে আরও ৫০০ টাকা ছাড় এবং ০% ইএমআই সুবিধা। স্পেশাল অফারে রিয়েলমি স্মার্টফোন কিনতে ক্লিকঃ https://rebrand.ly/realme_V_Week_Special_Offer

    দেশের সবচেয়ে দ্রুত চার্জিং ৬৫ ওয়াটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি প্রো পাওয়া যাবে ২০০০ টাকা ছাড়ে বর্তমান মূল্য ২৫,৯৯০ টাকা। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ৩৪ মিনিট। পাশাপাশি রয়েছে সনির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ।

    মিডরেঞ্জে একমাত্র ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি ৭ আই এর বাজারমূল্য ১৭,৯৯০ টাকা হলেও, দারাজে এই বিশেষ সপ্তাহে পাওয়া যাবে মাত্র ১৬,৯৪০ টাকায়। রিয়েলমি সি ১৭ এই অফারের সময়কালে মাত্র ১৪,৭৯০ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৯০ হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, ৬জিবি র‍্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং মেগা ৫০০০ এমএএইচ ব্যাটারি।

    জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইন, অক্টা-কোর প্রসেসর, হাই স্ক্রিন-টু-বডি রেশিওর ৬.৫-ইঞ্চি এলসিডি ফুল স্ক্রিন, আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা এবং মেগা ৬০০০ এমএএইচ ব্যাটারি সুবিধাযুক্ত রিয়েলমি সি ১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন সংস্করণের দুটি ভেরিয়েন্ট বিশেষ মুল্যে পাওয়া যাবে। ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১২,৯৯০ টাকা, যা ১২,১৯০ টাকায় এবং ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১৩,৯৯০ টাকা, যা অফার চলাকালে ১৩,২৯০ টাকায় গ্রাহকেরা কিনতে পারবেন। এ ছাড়াও, ডুয়াল নাইটস্কেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সম্বিলিত রিয়েলমি সি ১১ এর বাজারমূল্য ৮,৯৯০ টাকা যা দারাজ থেকে মাত্র ৮,৬৯০ টাকায় কেনা যাবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.