Monday, November 25, 2024
More

    সর্বশেষ

    ব্লেন্ডেড লার্নিংয়ের সুফল পেতে আঞ্চলিক ও বৈশ্বিক কো-অপারেশন জরুরি: শিক্ষামন্ত্রী

    ক.বি.ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন+অফলাইন এডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক আইসিটি অবকাঠামোর ওপর নির্ভর করে। এই সফলতা অর্জনের জন্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি। শিক্ষামন্ত্রী গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এই মতামত দেন।

    ডা. দীপু মনি বলেন, আইসিটির বাস্তবতায় আমাদেরকে অনলাইন শিক্ষা ব্যবস্থায় যেতেই হবে। কোভিড-১৯ অতিমারির পরিস্থিতি আমাদেরকে এই নতুন  শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে। কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত  করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি এডুকেশন পলিসি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    তথ্যসুত্র: বাসস  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.