ক.বি.ডেস্ক: দেশের আইসিটি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
নির্ভরযোগ্য সুত্রমতে আসন্ন নির্বাচনও প্যানেল ভিত্তিক হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ‘‘সমমনা প্যানেল’’ এর প্রধান হয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতবারের বিসিএস নির্বাচনে সমমনা প্যানেলের প্রধান ও বর্তমান বিসিএস সভাপতি মো. শাহীদ-উল-মুনির মোহাম্মদ জহিরুল ইসলামকে এবারের নির্বাচনে প্যানেল প্রধান হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস’র বর্তমান কমিটির মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুজাহিদ আল বেরুনি সুজন, বিসিএস’র প্রকল্প পরিচালক আশেক উল ইসলাম এবং ওয়েলকিন কমপিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম হাজারি।
এবারের নির্বাচনে ‘‘সমমনা প্যানেল’’ এ সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে- স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিসিএস’র বর্তমান সহসভাপতি জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক মোশারফ হোসেন সুমন, কমপিউটার পয়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলি শামীম, পেরিনিয়াল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী এবং বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরি (পিনু চৌধুরি) এবং ওয়েলকিন কমপিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম হাজারি।
এ ছাড়াও বিসিএস’র ২০২২-২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের তথ্য প্রযুক্তির সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত সিনিয়ন সাংবাদিক, কমপিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং এইচ এস টিসির নির্বাহী পরিচালক ভূঁইয়া ইনাম লেনিন।
তবে, চুড়ান্ত মনোনয়নপত্র জমা দেয়ার আগে আসন্ন বিসিএস’র ২০২২-২৪ এর ইসি নির্বাচনে শতভাগ প্রার্থীদের তালিকা প্রকাশ করা সম্ভব নয়।
নির্বাচনী তফসিল: নির্বাচনী তফসিল অনুসারে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ ফেব্রুয়ারি; নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহবান ৬ ফেব্রুয়ারি। মনোয়নপত্র জমাদানের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি বেলা ২.৩০। মনোয়নপত্র জমাদানকরীদের তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ ফেব্রুয়ারি। প্রার্থী পরিচিতি সভা ৫ মার্চ।
বিসিএস’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে। নির্বাচনের ভোট গননা ১৬ মার্চ এবং ফলাফল ঘোষনা ১৬ মার্চ। নির্বাচিত প্রার্থীদের মধ্যে কর্মকর্তাদের পদ বন্টনের নির্বাচন ১৬ মার্চ। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকেল তা জানানোর শেষ সময় ১৯ মার্চ বিকাল ৫টা পর্যন্ত এবং তার শুনানি ও নিস্পত্তি ২২ মার্চ।