Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    বিসিএস ইসি নির্বাচন: প্রার্থী পরিচিতি সভা

    ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) এর ২০২২-২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক কেন্দ্রিয় কার্য নির্বাহী পরিষদ (ইসি) এবং ৮টি শাখা কমিটির কার্য নির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা আজ শনিবার (৫ মার্চ) বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার এবং সদস্যদ্বয় খন্দকার আতিক-ই-রব্বানি এবং শেখ কবীর আহমেদের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

    বিসিএস এর ২০২২-২৪ নির্বাচনে কেন্দ্রিয় ইসি নির্বাচনে ‘‘সমমনা’’ প্যানেলে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ‘‘মেম্বারস ভয়েস’’ প্যানেলে সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। নিজ নিজ প্যানেলের পক্ষে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

    সমমনা: প্যানেলে রয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম; ওরিয়েন্ট কমপিউটার্সের স্বত্বাধিকারী জাবেদুর রহমান শাহীন; কমপিউটার সিটি অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম; স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন; কমপিউটার পয়েন্টের স্বত্বাধিকারী মো. ইউসুফ আলি শামীম, পেরিনিয়াল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মজহার ইমাম চৌধুরি (পিনু চৌধুরি) এবং ওয়েলকিন কমপিউটার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম হাজারি।

    ছবিতে বা থেকে: মোহাম্মদ জহিরুল ইসলাম; জাবেদুর রহমান শাহীন; মোহাম্মদ মনিরুল ইসলাম; মোশারফ হোসেন সুমন; মো. ইউসুফ আলি শামীম; মজহার ইমাম চৌধুরি (পিনু চৌধুরি) এবং নজরুল ইসলাম হাজারি।

    মেম্বারস ভয়েস: প্যানেলে রয়েছেন সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সুব্রত সরকার; সাউথ বাংলা কমপিউটার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া; স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলি ভূঁইয়া; টেক হিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান তুহিন; মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান; পিসি গার্ডেনের স্বত্বাধিকারী মো. আহসানুল ইসলাম( নওশাদ) এবং গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী।

    ছবিতে বা থেকে: ইঞ্জিনিয়ার সুব্রত সরকার; কামরুজ্জামান ভূঁইয়া; রাশেদ আলি ভূঁইয়া; মোস্তাফিজুর রহমান তুহিন; এস এম ওয়াহিদুজ্জামান; মো. আহসানুল ইসলাম (নওশাদ) এবং মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী।

    এ ছাড়াও প্রার্থী পরিচিতি সভায় ৮টি শাখা কমিটির ( বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট) ইসি নির্বাচনের প্রার্থীগণ অনলাইনে যুক্ত হয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

    বিসিএস এর ২০২২-২০২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক দ্বিবার্ষিক কেন্দ্রিয় ইসি এবং ৮টি শাখা কমিটির ইসি নির্বাচন আগামী ১৬ মার্চ রাজধানী ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকার তথ্য মতে এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১৪২২ জন। একই দিনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

    বিসিএস এর ২০২২-২৪ মেয়াদকালের নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭টি পদে ১৪ জন দুটি প্যানেল সমমনা এবং মেম্বারস ভয়েস নামে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি বরিশাল শাখা কমিটিতে ১৪ জন, চট্টগ্রামে ৯জন, কুমিল্লায় ৭জন, যশোরে ১৬ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৭জন, রাজশাহীতে ৭জন এবং সিলেট শাখায় ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.