Friday, August 1, 2025

সর্বশেষ

বিআইটিএম এডমিশন সামিট ২০২১

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) আইটি এবং সফটওয়্যার খাতে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ব্যাক্তিদের জন্য আয়োজন করেছে ‘‘বিআইটিএম এডমিশন সামিট জুলাই ২০২১’’। সবার জন্য উন্মুক্ত এ সামিটে বিনা মূল্যে অংশ নেয়া যাবে। আগামি ৬-১১ জুলাই ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সামিট।

ছয় দিন ব্যাপী এই অনলাইন সামিটে রয়েছে ২০টিরও বেশি অনলাইন টেক শেসন, ৪টি সেমিনার এবং বেশকিছু বিষয়ভিত্তিক অনলাইন আড্ডা। এ ছাড়াও পুরো সপ্তাহ জুড়ে রয়েছে বিআইটিএম এর সকল কোর্সের ওপরে দারুন সব ছাড়। পুরো আয়োজনটির বিস্তারিত এবং এতে অংশগ্রহন করতে হলে চোখ রাখতে হবে বিআইটিএম এর ফেসবুক পেজে। টেক প্রশিক্ষনে আগ্রহীদের জন্য এই সামিটটি হতে পারে এক ক্যারিয়ার দিকনির্দেশক। এই সামিটে অংশ নিয়ে তাদের মূল্যবান দিকনির্দেশনা ও বিষয়ভিত্তিক প্রশিক্ষনের বিস্তারিত তুলে ধরবেন বিআইটিএম এবং এর সকল সহযোগী প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও এই খাতের সফল ব্যাক্তিবর্গ।

আইটি এবং সফটওয়্যার সেবা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ২০১২ থেকে বেসিসের অঙ্গ প্রতিষ্ঠান  বিআইটিএম কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে এবং এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষনার্থীগন এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ গ্রহন করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিস্তারিত: facebook.com/basis.bitm   

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.