Thursday, September 19, 2024
More

    সর্বশেষ

    বাংলাদেশে উন্মোচন হলো ‘শাওমি প্যাড ৫’

    ক.বি.ডেস্ক: শাওমি আজ  সোমবার (০১ নভেম্বর) বাংলাদেশে উন্মোচন করেছে নতুন ট্যাবলেট ‘‘শাওমি প্যাড ৫’’। ডিভাইসটি অফিস বা ক্লাসরুমের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক। এতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর, ১১ ইঞ্চি ডব্লিউকিউএইচডি প্লাস ১২০ হাটর্জ ডিসপ্লে ফিচার যা ব্যবহারকারীকে ডিটেইল কনটেন্টসহ ছবির বিষয়বস্তুকে প্রানবন্ত করে প্রদর্শন করতে সক্ষম। বাংলাদেশে দুটি কালার কসমিক গ্রে এবং পিয়ারেল হোয়াইট ভ্যারিয়েন্টে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে শাওমি প্যাড ৫ পাওয়া যাবে। ট্যাবলেটটির মূল্য ৬+১২৮ জিবি ৩০,৯৯৯ টাকা এবং ৬+২৫৬ জিবি ৩৩,৯৯৯ টাকা।

    শাওমি প্যাড ৫: ট্যাবলেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ডিভাইসটি শাওমি স্মার্টপেনও সমর্থন করে। এর সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে করা যাবে ভিডিও কনফারেন্স, যাতে সমর্থন করবে ১০৮০ পিক্সেল ভিডিও। এইট্যাবে রয়েছে ১১ ইঞ্চি ডাব্লিউকিউএইচডি প্লাস ১২০ হাটর্জ ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে ন্যাচারাল কালারে অ্যারো ডিটেইল কনটেন্টসহ ছবি। সমর্থন করবে ডলবি ভিশন, পাওয়া যাবে প্রিমিয়াম এইচডিআর দেখার অভিজ্ঞতা। এর ডিসপ্লে ব্লু লো লাইট মোড আপনার প্রাণবন্ত ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

    কোয়াড স্পিকারের মাধ্যমে আপনি তখন চাইলেই স্টেরিও সাউন্ডে গান শুনতে পারবেন, এমনকি লাউডেও শোনা যাবে গান। এর ডলবি অ্যাটমসে আপনি একটি চমতকার অডিওতে পাবেন অপ্রতিরোধ্য ডিটেইল এবং প্রকৃত কিছু শোনার অভিজ্ঞতা। এতে থাকছে ৭ ন্যানোমিটারের হাই-পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। এর সর্বোচ্চ ক্লকস্পিড ২.৯৬ গিগাহাটর্জ। এটি দিয়ে ব্যবহারকারীরা সবসময় সংযুক্ত থাকতে পারবেন। ট্যাবটিতে থাকছে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা। সেজন্য এতে দেয়া হয়েছে ৮৭২০ এমএএইচ ব্যাটারি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.