Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    বাংলাদেশে আইটেল হোম’র উদ্বোধন

    ক.বি.ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মাল্টি-ক্যাটেগরি প্রোডাক্ট ফ্লাগশিপ স্টোর ‘‘আইটেল হোম’’ চালু করেছে আইটেল। আইটেল হোম উদ্বোধন করেন প্রধান অতিথি আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আফরান নিশো। এ সময় উপস্থিত ছিলেন আইটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, বিজনেস ইউনিট হেড মো. শফিউর আলম, কার্লকেয়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

    দেশে প্রথমবারের মতো চালু হওয়া নতুন আইটেল হোম রাজধানী উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের ৪র্থ তলায় অবস্থিত। উত্তরার মতো জনবহুল এলাকায় নতুন আইটেল হোম চালু হলো। ক্রেতাদের পছন্দ অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের পণ্য সরবরাহ করছে আইটেল। ক্রেতাদের হাতের নাগালে আইটেলের সব ধরনের পণ্য- আইটেল ফোন, টিভি এবং আইটেল এক্সেসরিজ পৌঁছে দিতেই দেশে আইটেল হোম চালু করা হলো।

    ভবিষ্যতে গ্রাহকদের আরও সুবিধাজনক উপায়ে সেবা পৌঁছে দিতে চায় আইটেল। যেকোনো মডেলের ফোন, টিভি এবং এক্সেসরিজ কেনার আগে যাচাই করে দেখতে ঘুরে আসুন আইটেল হোমে। বিস্তারিত:https://www.itel-mobile.com/bd/

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.