Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    ফ্ল্যাশব্যাক ২০২১: স্মার্টফোনের নিত্যনতুন প্রযুক্তিতে সরব ভিভো

    ভিন্ন ভিন্ন সিরিজের আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন স্মার্টফোন উন্মোচন, গ্রাহকসেবায় উন্নতি আর বিশ্বের নতুন নতুন দেশের বাজারে যাত্রা করেছে ভিভো। বেড়েছে ভিভো স্মার্টফোনের বিক্রি। ‘মোর লোকাল মোর গ্লোবাল’ স্লোগানে ভিভো চালিয়ে যাচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং কারখানার কার্যক্রম। নিত্যনতুন প্রযুক্তির জন্য ভিভো গ্রাহকদের নির্ভরতা ধরে রাখতে একের পর এক এনেছে ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন। এই নিয়ে ২০২১ সাল ছিলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র সরব একটি বছর। গেলো বছরের এতসব অর্জন নিয়েই নতুন বছরের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ভিভো’র ২০২১ সালের সব অর্জন নিয়েই আমাদের আজকের আয়োজন।

    বৈচিত্র্যময় স্মার্টফোন

    প্রযুক্তির সঙ্গে সঙ্গে মূল্যের ভিত্তিতে বৈচিত্র্য এসেছে ভিভো’র বিভিন্ন সিরিজেও। জেইস ইমেজিং প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে ভিভো’র প্রিমিয়াম মানের এক্স সিরিজ। আবার ভি সিরিজকে ভিভো বলছে অলরাউন্ডার সিরিজ, যার মিডরেঞ্জের মূল্যের সঙ্গে রয়েছে আকর্ষণীয় ক্যামেরা প্রযুক্তি। আবার ওয়াই সিরিজে রয়েছে তরুণদের জন্য বাজেট স্মার্টফোনের নানা সমাহার।

    উন্নয়ন ও গবেষণা

    ২০২১ সালে উন্নয়ন ও গবেষণা খাতেও প্রচুর কাজ করেছে ভিভো। যার ফলস্বরূপ তাঁরা উন্মোচন করেছে ইমেজিং চীপ ভি১। চীপ ডিজাইনের ক্ষেত্রে ভিভোর মৌলিক গবেষণায় এটি প্রথম সফলতা। চীপ ভি১ ছবি তোলা ও ভিডিওগ্রাফির মান উন্নয়নে উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখবে।

    বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড

    ৫জি স্মার্টফোনের উল্লেখযোগ্য উন্নতি এনেছে ভিভো। একইসঙ্গে বাজারে নিজেদের ৫জি সক্ষমতার স্মার্টফোনের সংখ্যা বাড়ানোর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২১ এর প্রথম প্রান্তিকে ভিভো বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। এ প্রান্তিকে ভিভো ১৯ মিলিয়ন ইউনিট ৫জি স্মার্টফোন সরবরাহ করেছে, যা এর আগের প্রান্তিকের চাইতে ৬২ শতাংশ বেশি। সবমিলিয়ে ২০২১ সালে ৫জি স্মার্টফোনের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভিভো।

    ভিভো-জেইস পার্টনারশীপ

    অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করতে একত্রিত হয়েছে বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো ও কার্ল জেইস। শীর্ষ অপটিক্স এবং অপটোইলেকট্রনিক্স প্রতিষ্ঠান জেইস বর্তমানে কাজ করছে ভিভো’র প্রিমিয়াম হ্যান্ডসেটগুলো নিয়ে। দেশে যাত্রা করা এক্স৬০প্রো এবং এক্স৭০প্রো ৫জিতে ইতিমধ্যেই যুক্ত হয়েছে কার্ল জেইসের ক্যামেরা লেন্স। ভিভো এবং জেইসের নিজস্ব প্রযুক্তিগুলোকে সমন্বয় করে স্মার্টফোন ক্যামেরার সকল সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করার প্রয়াস রয়েছে ভিভোর।                                                                     

    ইউরো পার্টনারশীপ, টু বিউটিফুল মোমেন্টস ক্যাম্পেইন

    বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশীপের উল্লেখযোগ্য স্পন্সর ভিভো। ২০২১ এর ইউরো খেলায় ‘টু বিউটিফুল মোমেন্টস’ নামে একটি ক্যাম্পেইন শুরু করে ভিভো। যাতে দর্শকরা ভার্চুয়ালি এবং লাইভেও অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের সময় ভিভোর আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা তাদের বন্ধু, পরিবার ও স্বজনদের সঙ্গে খেলা উপভোগ করতে পেরেছে।

    ৫জি প্রযুক্তিতে উদ্ভাবন

    আরও বেশি পরিমাণ অঞ্চলকে ৫জি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভিভো। এরই অংশ হিসেবে ২০টিরও বেশি ৫জি মডেল বিশ্বের বিভিন্ন দেশের বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বাজেট স্মার্টফোনের পাশাপাশি রয়েছে ফ্ল্যাগশিপও। ৫জি প্রযুক্তির ওপর ভিভো’র তিন হাজারেরও বেশি প্যাটেন্ট রয়েছে। এবং থার্ড জেনারেশন পার্টনারশীপ প্রজেক্টের (৩জিপিপি) মধ্যে শীর্ষ ৮ কোম্পানিতেও তালিকাভুক্ত হয়েছে ভিভো।

    ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পার্টনারশীপ, ভিশন+ মোবাইল ফটো অ্যাওয়ার্ডস

    বিশ্বে মোবাইল ইমেজের ইকো সিস্টেম তৈরি করতে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পার্টনারশীপে যুক্ত হয়েছে ভিভো। এবং যৌথভাবে শুরু করেছে ভিশন+ মোবাইল ফটো অ্যাওয়ার্ডস। প্রখ্যাত ফটোগ্রাফার মার্টিন পার এবং শিয়াও কুয়ানের মতো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ফটোগ্রাফারদের তোলা ছবিগুলো বিশ্বের নানা প্রান্তের মানুষকে অনুপ্রাণিত করে।

    প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ২০২২ সালটিও সফল একটি বছর হতে পারে ভিভোর জন্যে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.