Thursday, November 14, 2024
More

    সর্বশেষ

    ফিনটেক স্টার্টআপ ফান্ড এর জন্য প্রতিযোগিতা

    ক.বি.ডেস্ক: দ্য সেন্টার ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (সিএফআই) চতুর্থ বার্ষিক ‘‘ইনক্লুসিভ ফিনটেক ৫০’’ (আইএফ৫০) প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতাটি একটি বৈশ্বিক উদ্যোগ- যেখানে প্রতিযোগিতার মাধ্যমে, প্রাথমিক পর্যায়ের এমন ৫০টি অন্তর্ভুক্তিমূলক ফিনটেককে নির্বাচন করা হবে যাদের রয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক মডেল এবং লক্ষ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরাণ্বিত করা। বাংলাদেশী স্টার্টআপগুলোও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

    ২০২২ আইএফ৫০ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং ডিজিটালাইজেশন কাউন্ট’। কোভিড-১৯ এর সময়ে আরও দ্রুতগতিতে এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতি, আর্থিক সেবার গতিপ্রকৃতিকে বদলে দিচ্ছে এবং সেই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক প্রভাব সৃষ্টির সুযোগ তৈরি করছে। প্রাথমিক পর্যায়ের ইনক্লুসিভ ফিনটেক প্রতিষ্ঠানগুলো তথ্য ও ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে স্বল্প আয়ের গ্রাহকদের, বিশেষ করে নারীদের মাঝে গুরুত্বপূর্ণ পণ্য ও সেবা প্রদান করে অর্থনীতির প্রবৃদ্ধির পথকে সুগম করছে।

    অন্তর্ভুক্তিমূলক ফিনটেক প্রতিষ্ঠানগুলোর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে, প্রাথমিক পর্যায়ের অনেক ফিনটেক প্রতিষ্ঠানকে নিজেদের প্রবৃদ্ধিতে তহবিল সংগ্রহ করতে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রেক্ষিতে, আইএফ৫০ এর উদ্দেশ্য হলো সম্ভবনাময় ৫০টি অন্তর্ভূক্তিমূলক ফিনটেককে বাছাই করে এই প্রতিবন্ধকতা কমিয়ে আনতে সহায়তা করা এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পেতে ও নানা ভাবে সহায়তা দেয়া।

    আকসিওন এবং আইএফসির সহায়তায় ভিসা, মেটলাইফ ফাউন্ডেশন এবং জার্সি ওভারসিজ এইড অ্যান্ড কমিক রিলিফ, আইএফ৫০ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এবং বাস্তবায়নে সিএফআই। বিস্তারিত জানতে:www.inclusivefintech50.com

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.